আমাদের কথা খুঁজে নিন

   

“সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”

শুধু না-কেই জানা এবং না-এরই সাধনা। জাকাত জেগে উঠবে না-এর কঠোর সালাতে।

“বিসমিল্লাহির রাহমানির রাহিম "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" শ্রদ্ধেয় মডারেটর, somewhereinblog.com এ বেশ কয়েকদিন ধরে ভিসিট করছি,খুব ভালো লাগছে এবং বাংলা ভাষায় বিভিন্ন বিষয়ে ব্লগ পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ আপনাদের এবং ব্লগারদের যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সাইট নিয়ে। আমার লেখালেখির অভ্যাস নাই।

ভাষাগত জ্ঞানও নাই। কিন্তু এই সাইটে ভিসিট করে কিছু লিখতে ইচ্ছে করলো। এই সাইটের ব্যবস্থাপনায় যারা আছেন তাদের প্রতি আমার আবেদন রইলো যতটুকু আমি লিখতে পারি তা যেন প্রকাশ করার সুযোগ দিয়ে বাধিত করবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। আমার ইচ্ছা ভবিশ্যতে মানুষ,প্রেম,ধর্ম,মানবতা সম্পর্কিত ব্লগ লিখব,যদি শ্রদ্ধেয় পাঠক মন্ডলী আমাকে লিখার অনুপ্রেরনা দেন।

নিবেদক ওয়াছেক শাহ কিছু কথা এই সাইটে আমার কাছে যেটা সবচেয়ে খারাপ লেগেছে তা হলো কমেন্টস। কিছু ব্লগারের কটুক্তি,নিজে না বুঝে হিংসা কিংবা রাগের বশবর্তী হয়ে লেখককে যা ইচ্ছে তাই মন্তব্য করে যাচ্ছে। এতে কষ্ট লেগেছে। লেখার বিষয়ে না মন্তব্য করে লেখক কে নিয়ে সরাসরি মন্তব্য করেছে,খুব লজ্জার বিষয়। পাঠক কে অবশ্যই এই দিকে খেয়াল রাখতে হবে।

মন্তব্যে ভদ্রতা,আচার-ব্যবহার, নম্রতা প্রদর্শন করা উচিত। ১ম-পর্ব মানু্ষের শান্তির বড় অভাব। মানুষ সব কিছু করছে শান্তির জন্য। সৃস্টির আদি থেকেই সবকিছু চলে আসছে নিজেকে আত্নপ্রকাশ করার জন্য। নিজেকে প্রকাশের একমাত্র পথ “প্রেম”।

প্রেম চায় প্রকাশ হতে,নিজেকে বিকশিত করতে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই” কথাটি চরম সত্য। পৃথিবী,এই বিশ্ব,সব কিছু মানুষের জন্য। সমস্ত গ্রহ,নক্ষ‌‌‌ত্র সব কিছু । ধর্ম,রাজনীতি,সমাজ,বিজ্ঞান,প্রেম-ভালোবাসা সব কিছু মানুষের জন্য।

আর সমস্ত সৃস্টি মানুষের শান্তির জন্য। কিন্তু আশ্চর্য্যের বিষয় যে মানুষ শান্তি চায় কিন্তু শান্তি রক্ষা করেনা। মানুষের উপলব্ধি ও শ্রদ্ধাবোধ খুব কম। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মই মানুষকে একটাই শিক্ষা দেয় আর সেটা হলো “মানব প্রেম”। যত নবী,রাসুল এবং জ্ঞানীরা এই দুনিয়াতে এসেছে সবাই মানুষকে প্রেম শিক্ষা দিয়ে গেছে।

যারা মেনেছে তারা অমর হয়ে আছে,আর যারা মানে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যা কিছু সত্য,সুন্দর ও মঙ্গল তার মুলে রয়েছে প্রেম। সর্বত্রই প্রেমের জয়জয়কার। সবদেশে,সবকালে সঙ্গীতে,কাব্যে,সাহিত্যে,ইতিহাসে,শিল্পকলায় প্রেমের চিরায়িত মহিমা চিত্রিত,অংকিত,বর্নিত ও রুপায়িত হয়েছে। কখনও প্রেমের পরাজয় নাই।

প্রেমের খেলায় বিভোর,মগ্ন সমুদয় জগতসমুহ। প্রেমের আবেশে আবিষ্ট ,তন্ময় হয়ে আছেন খোদ সৃষ্টিকর্তা,পালনকর্তা,সংহারকর্তা,তিনিই প্রেমের সফল রুপকার,প্রবক্তা,আদিগুরু। চলবে.........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.