আমাদের কথা খুঁজে নিন

   

কালের স্বাক্ষী _পাকশী থেকে ফিরে (ছবি ব্লগ)

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।
এই ছবির বর্ণনা নীচের ছবিতে: হার্ডিন্জ ব্রিজ: ১৯১০ সালে এর নির্মান শুরু হয়, শেষ হয় ১৯১৬ সাল: দুই প্রজন্ম এক ফ্রেমে। এ পাশে হার্ডিন্জ ব্রীজ। ওপারে নতুন সড়ক সেতু, যা লালন সেতু নামে নামকরণ করা হয়েছে। স্বাধীনতা যুদ্ধে বোমা হামলার শিকার হয় এই ব্রিজটি। বোমার একটি শেল সংরক্ষিত আছে রেলের পাকশী অফিসে: শতবর্ষী গাছ, দাড়িয়ে আছে ইতিহাসের স্বাক্ষী হয়ে। সরকারি বলেই হয়ত এখনও বেচে আছে মানুষের লোলুপ দৃষ্টি তথা করাতের থাবা থেকে: শতবর্ষী বিল্ডিং: ইতিহাসের স্বাক্ষী : আধুনিকতার ছোয়া বন্চিত, বন্চিত রেলের উদাহরণ হয়েই: আনাড়ি হাতের ছবি...ভাল লাগলে জানাবেন, না লাগলে আপনার সময় নষ্টের জন্য ক্ষমাপ্রার্থী......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।