আমাদের কথা খুঁজে নিন

   

আমিই তো তোমাকে পথ দেখিয়ে এনেছি

Set sail, ye hearts~ into the sea of hope..

আমাকে এড়িয়ে স্বর্গোদ্যানে যাবে- তা কি হয়? আমিই তো তোমাকে স্বর্গের পথ দেখিয়ে এনেছি ..সবসময়; যখন তোমার নিলয় আর অলিন্দপুর, বিস্মৃত হয়েছে সুখের দীপজ্বালা- বাতাস পাঠিয়ে উড়িয়ে এনেছি সমস্ত মেঘমালা; মূহুর্তের উচ্চারনে, বৃস্টি এনেছ চোখের পাতায়- প্রতিফলিত হয়েছে রোদ; আমি অবাক হয়ে দেখেছি তোমার পালটে যাওয়া বোধ; এসবের পরও, সন্ধ্যার জোছনা আমায় নিয়ে যায় কুয়াশা ঘেরা জোনাকির ঝাড়ে- সেখানেও যেন তোমার সুবাস পেয়েছিলাম ..অন্ধকারে; স্মৃতিগুলো সব ছিড়ে গেলে সম্পর্কের মত, উর্ণজালের নাজুকতায়- শেষ রাতের বর্ষন এখনো আমায় ভিজিয়ে দিয়ে যায়; আমি কিছুটা অনন্যপায় হয়েই ভিজি.. ভিজতে থাকি..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।