আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ আমিই তোমার চিরসঙ্গি, আমিই নারী...

আকাশের কোন এক ঠিকানায় যখন অনেক স্বপ্ন,অনেক ইচ্ছেরা ভিড় জমিয়ে থাকে, আমি তখন তাদের ছোঁয়ার চেষ্টা করি, ওদের আপন করে নেই......... কে জানে! স্বপ্ন আর ইচ্ছের ডানায় চড়ে হয়ত একদিন আমি ছুয়েই ফেলব ~~~~জীবন!:) সৃষ্টিকর্তার এক অদৃশ্য খেলা তোমাকে ও আমাকে আলাদা করেছে। তার খেলার আসরে আমিই ছিলাম তোমার সাথি, হ্যাঁ আমিই। বিশ্বাস না হলে চেয়ে দেখ। আমরা আলাদা হলেও কিন্তু এক বাঁধনে জড়ান। তোমাকে ছাড়া যেমন আমি অসহায় তেমনি আমাকে ছাড়া তুমি অপূর্ণ।

তোমাকে ছাড়া যেমন আমি নিঃস্ব তেমনি আমাকে ছাড়া তুমি একা। তোমাকে ছাড়া যেমন আমি অবহেলিত আমাকে ছাড়া তুমি অবাস্তব। এই জগতে আমিই একমাত্র তোমার চিরসঙ্গি। হ্যাঁ আমিই। বিশ্বাস না হলে হাত বাড়িয়ে দেখ।

বিপদ-জরা, অসুখ-সুখ সবেতেই আমায় পাবে তুমি সমান তালে। হ্যাঁ আমিই সে, আমিই সে যে বিভিন্ন রুপে তোমায় ঘিরে থাকি সর্বদা...হ্যাঁ, আমিই মা, আমিই বোন, আমিই মেয়ে আর আমিই অর্ধাঙ্গিনী। আমি নারী। । নয় মাস জঠরে বয়ে জরায়ু ছিড়ে আলো দেখাতে জানি পৃথিবীর।

আবার কখনো আমিই হয়ে উঠি তোমার প্রিয় বন্ধু। কখনো কখনো আমি হই পরম আদরের বোনটি। কখনো মেয়ে হয়ে ছোট্ট আদুরে হাতে আঙ্গুল ধরে বসি। আমি ভালবাসায় আঙ্গিনা জড়াতে পারি তোমার। হাসিতে ভরাতে পারি ভুবন, হতে পারি আধার ঘরের একমাত্র সঙ্গি অথবা তোমার সুখ-দুঃখের সমভাগি অর্ধাঙ্গিনী।

এর কিছুই তোমার অজানা নয়। অজানা নয় আমার ভালবাসা, আমার প্রয়োজন। তবুও আমি প্রতিনিয়ত হই নির্যাতিতা। প্রতিদিন এই নিষ্ঠুর সমাজে আমি সাজি ধর্ষিতা। প্রতিঘন্টায় যৌতুক কেড়ে নেয় আমার প্রাণ, এসিডে ঝলসে যায় মুখ।

প্রতিমিনিটে আমার পায়ে বাঁধা হয় রক্তাক্ত শেকল। আমি কাঁদি, আমি চিৎকার করি, আমি আকুতি করি বাঁচবার। কিন্তু সে আওয়াজ তোমার কানে পৌছায় না। পৌছায় না আমার কষ্ট তোমার মনে, তোমার বক্ষ ভেদ করেনা আমার আকুতি। তুমি মারো, তারপর ক্ষুধা মেটাও একের পরে এক, হায়েনা হয়ে ওঠো আমার শরীরের স্পর্শে।

নখ, দাঁত বা রড কোন কিছুর প্রয়োগই মেটাতে পারেনা তোমার ক্ষুধা। আধুনিক মোবাইল ফোনের সঠিক ব্যাবহার করতেও ভোলনা তুমি। তারপর ছিন্নবস্ত্রে নগ্নদেহে আমায় ফেলে দাও চলন্ত বাস থেকে। নতুবা আমার ছেড়া- বিক্ষিপ্ত দেহ পাওয়া যায় রেল লাইনের পাশে। আমি পূর্ণবয়স্ক , কিশোরী না নিতান্তই শিশু এসব তোমায় ভাবায় না।

শুধু তুমি জানো আমি পণ্য, শরীরের কাঠামোতে আমি সুন্দর কিন্তু দুর্বল। কিন্তু এমন কথাতো ছিলনা। সৃষ্টিলগ্নে তুমিই তো ছিলে আমার পরম আস্থা, তুমিই ছিলে সঙ্গি, তুমি ভরসা আর তুমিই প্রেম। তবে রাস্তার মোড়ে কেন পড়ে থাকে আমার বিক্ষিপ্ত দেহ? কেন আমার নগ্নতা আজ বাণিজ্যের বিষয়? কেন আমি আজ নিগৃহীতা, ধর্ষিতা? কেন আমি প্রতিদিন লাশ হই? কেন তোমার হাতে থামে আমার লাইফ সাপোর্ট? কেন আমি আজও সমঅধিকারের জন্য লড়ি, একটু সম্মানের জন্য একটু ভালবাসার জন্য লড়ি? কেন আমি ঝলসে উঠি এসিডে, কেন কাঁচা আগুনের চিতায় জ্বলি মৃত্যুর আগেই? কেন আজও তোমায় প্রাণ খুলে বলতে পারিনা...... চেয়ে দেখ আমিই সে, আমিই সে যে বিভিন্ন রুপে তোমায় ঘিরে থাকি সর্বদা। হ্যাঁ হ্যাঁ , আমিই মা, আমিই বোন, আমিই মেয়ে আর আমিই তোমার অর্ধাঙ্গিনী।

আমিই ভালবাসার বহিঃপ্রকাশ, জঠরে বয়ে বেড়ানো মমত্বের দৃঢ় সাক্ষী। হ্যাঁ আমিই তোমার চিরসঙ্গি, আমিই নারী...। । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.