আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার পক্ষে দেশাত্ববোধক গান।অনেক অবদান রেখেছিল।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

স্বাধীনতার ৪১বছরে এই তথ্যপ্রযুক্তির যুগে অবহেলিত আমাদের দেশাত্ববোধক গান। বাংলাদেশ টেলিভিশন প্রতিদিন বাংলা খবর এবং ইংরেজী সংবাদের আগে দেশাত্ববোধক গান পরিবেশন করে। তা আমাদের অনুপ্রাণিত করে । নুতন প্রজন্মকে অনেক বেশী অনুপ্রাণিত করবে বলে মনে করি। কিন্তু বেসরকারী টি ভি চ্যানেল গুলো অধিক স্মার্ট দেখাতে যেয়ে ।

কি জানি ডি ডা ডি ডু বুজি না গান পরিবেশন করে। তাদের সংবাদ পরিবেশনের আগে দেশাত্ববোধক গান পরিবেশন করার দাবী জানাই। এবার দেখছি স্বাধীনতার মাসে প্রায় সব বেসরকারী টি ভি চ্যানেল গুলো তাদের লগোয় সব ফ্ল্যাগগুলো গোল করে ফেলেছে। না জানি ডট করে ফেলে। স্বাধীনতার মাসে শ্রদ্ধায় অবনত সকল বাঙ্গালীর আপাত মস্তক।

সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.