আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্ব



এ কিসের ভয়!! মনে যে বড় সংশয় , মৃত্যুকে নয়, প্রলয়কে নয় দৈহিক অত্যাচারও সয়! তবু এ কিসের ভয়! ক্ষণে ক্ষণে তাই মনে হয়। কৈশোরে ছিল শাসনে ভয়! যৌবনে প্রেমেই হয়েছি ক্ষয়, দীপ্ততায় তাকেও করেছি জয় তবু একিসের ভয়! এ যে একাকিত্বের ভয়! বারেবারে মনে সংশয় এতো সহ্যের নয়! এ যে একাকিত্বের ভয় শুধুই একাকিত্বের ভয়! মেলতে পারিনা জীবনের নয়-ছয় , শুধুই একাকিত্বের ভয়!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।