আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্ব

.আমি একজন অতি সাধারন ভবঘুরে...

প্রতিদিন সন্ধা হলেই , একটি ছেলে শহর ছাড়ে, শহরের কোলাহল ছেড়ে অনেক দুরে, অনেক দুরে, অনেক দুরে... বসে থাকে, সবুজ, না কালো ঘাসের উপর, কালো আকাশের নিচে, অন্ধকারে, জোছনার আশায়.... হয়তো অন্য কারো... ছেলেটি চোখ বোজে, স্বপ্ন দেখে কে যেন আসছে , মৃদু পদধ্বনি শোনা যায় দুরে-অস্পষ্ট হাতে তার মোমের আলো, মুখ চেনা যায় না... ছেলেটি আশান্বিত হয় যে আসছে সে হয়তো তার একাকিত্ব দুর করবে, তার পাশে বসবে, কথা বলবে- হাটবে, করবে প্রতিক্ষা জোসনার... তারপর, হঠাৎ আলোটা নিভে যায় কিছুই দেখা যায় না, পদধ্বনিটাও মিলিয়ে যায় ধীরে ধীরে, ছেলেটি তবুও আশায় থাকে... কিন্তু , কেউ আসেনা, কেউ আসেনা, কেউ আসেনা.............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।