আমাদের কথা খুঁজে নিন

   

একাকিত্ব বধ

ধুসর সারাদিন বৃষ্টি তে একটি প্রজাপতির অস্ফুট আর্তনাদ কেউ কখনো শুনেনি হৃদয়ের অন্তরালে হাজারো কোলাহলের ভেতরে কেউ দেখেনি আমার একাকিত্ব আমি শুনতে চাই প্রজাপতির চিত্কার আমি ভাঙ্গতে চাই একাকিত্বের লৌহকপাট নিদারুণ এই বাস্তবতায় বন্দীত্বকে করতে চাই মুঠোবন্দী .. আমি নিঃস্ব , আমার আছে হাহাকার আমি রুক্ষ , আমার আছে গগনবিদারী আর্তনাদ হাহাকারকে আমি করে নেব সংগীত সুরলহরী আর আর্তনাদ হবে তার ই মূর্ছনা ঝড়ো হাওয়াতে ঝরে পরা ফুলের একটি পাপড়ির হারিয়ে যাওয়ার কথকথা কেউ জানেনি ডুবন্ত কোনো জাহাজের নাবিকের অসহায়ত্ব কেউ অনুভব করেনি এই হারিয়ে যাওয়া কে আমি ভেবে নেব যেন খুঁজে পাওয়া এই অসহায়ত্ব কে আমি গড়ে নেব অদম্য সাহসের ভিত্তি দিয়ে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।