আমাদের কথা খুঁজে নিন

   

কনসার্ট



আমাদের অন্তর্ধানে যাদুকরী শোরগোলের ভেতর দেখা যাচ্ছে না মোটেও লাল হয়ে ফুটে ওঠা একটা ফুল পাপড়ির আলজ্বিভ থেকে পারস্পারিক হাতছানি...চোরাটান হয়তবা অগোচরে ঝরে যাবে সেই পুষ্পিত উদ্যান -যা থেকে একদিন ধারণা জন্মাবে রক্তলালের ধারণালব্ধ জ্ঞান কোন সমাধান দেবে না ক্যাকোফেনি বেজে যাবে থাকবে না সমঝদার এমনকি বাদকও শো শেষ করে ফিরে যাবে -শুধু একটি বাদ্যযন্ত্র একা একা বেজে যাবে হলরুম জুড়ে অনেক সুরের নমুনা নিয়েও কোন সিম্ফনি হবে না সে বড় নিজস্ব অনুভূতিতে একাই বেজে ওঠা অপরাপর সঙ্গীতের কাছে তা অ-সহনীয়ও বটে তবু যন্ত্রের একমাত্র বেদনা কেন যে বাদ্য হয়ে বেজে চলে.... রোজ হ র রো জ হিমাঙ্কের নিচে নিচে জমে থাকে ধাতব সংবেদন শীত শীত অনুভূতি তাই ক্রম অগ্রসরমান মুদ্রাদোষের কাছে তাই বেহুদা ক্রন্দন আমার অনিদ্রা ছুঁয়ে তোমার স্বপ্নের লাশ আমি তার সৎকারে সৎকারে কাটাই জীবন মর্মমূলে এসে জমে থাকে কিছুটা আমারও মরণ নিরব ও অতিসংগোপনে ভোরে তুমি চলে যাও আমাকে ঘুমাতে দেখে নির্লিপ্তির প্রতিবিম্ব যেন এক নিছক মূর্দাফরাস জীবিতের কাছে যা শুধুই অনিহা মাত্র আজ কনসার্ট হবে সব হারানোর গানে হবে আজ সব অচেনা সম্মিলন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।