আমাদের কথা খুঁজে নিন

   

ধাঁধা 4: U2 এর কনসার্ট-- সময় নাই!!

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

(এটা ইন্টারনেটে এখানে সেখানে অনেক জায়গায় পাবেন; যারা দেখেননি তাদের জন্য; যারা আগে দেখেছেন তারাও ট্রাই দিন না ...) কম্পিউটার সায়েন্সের একটা ফ্যাশান হলো যেকোনো সমস্যাকে 'সামথিং সামথিং প্রবলেম' নাম দিয়ে ভাব নেয়া; এই প্রবলেমটাকে নাম দেয়া হয়েছে U2 Problem, এবং অবশ্যই শাস্ত্রীয়ভাবে নয়! বলা হয়, আপনি যদি আগে কখনও ধাঁধাটা না দেখে থাকেন, তাহলে এটা পড়ার এক মিনিটের মধ্যে সমাধান করতে পারলে আপনি মাইক্রোসফটে গিয়ে 'সিস্টেম ইঞ্জিনিয়ারে'র পদ দাবী করতে পারেন (প্রবলেমটাকে আমি একটু চেঞ্জ করে দিয়েছি যাতে কেউ সঠিক উত্তর দিলেও অন্যরা বুঝতে না পারে ..) [গাঢ়] দ্য ইউ-টু প্রবলেম [/গাঢ়] U2 এর চার সদস্য বোনো, এজ, অ্যাডাম আর ল্যারী; আজ রাত আটটায় কনসার্ট শুরু হবে; তো কনসার্ট হলে যাবার জন্য চার সদস্যকেই একটা সেতু পার হতে হবে; ঘন অন্ধকার রাত; U2 মেম্বারদের হাতে একটিমাত্র টর্চলাইট; সেতুতে একবারে দুজনের বেশী উঠতে পারেনা; যেহেতু টর্চ একটা, তাই দুজন একসাথে ঐপাড়ে গেলেও একজনকে আবার টর্চহাতে ফিরে আসতেই হবে, কারণ টর্চ হাতে ছাড়া বিরাট সেতুটা পার হওয়া সম্ভব না; মেম্বারদের হাঁটার স্পিড ভিন্ন; যেহেতু পার হবার সময় টর্চ থাকা লাগবেই, কাজেই দ্্রুত ও ধীরগতির দুজন একত্রে পার হবার সময় দুজনকেই ধীরগতির লোকটার বেগে হাঁটতে হবে; বোনো পার হতে পারে 1 মিনিটে; এজ পারে 2 মিনিটে; বুড়িয়ে যাওয়া অ্যাডামের লাগে 5 মিনিট মিনিমাম; আর অলসের হাঁড়ি ল্যারি নেয় কমপক্ষে দশ মিনিট। কনসার্ট শুরু হয়ে যাচ্ছে, সমসয় নাই!!!!! আপনি তাদেরকে বুদ্ধি দেবেন সবচেয়ে কম কত সময়ে তারা সেতুটি পার হতে পারবে। উল্লেখ্য U2 আমার মোস্ট ফেবারিট ব্যান্ড ... ওদের Mysterious Ways গানটা অসাধারণ!! ... শুনে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।