আমাদের কথা খুঁজে নিন

   

ইলেকট্রিক গাড়ি বের করল বিএমডব্লিউ (BMW)


ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
সোমবার জার্মান এর বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান  বিএমডব্লিউ (BMW) ইলেক্ট্রিক গাড়ি উৎপাদন শুরু করেছে, সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট ।
এটি ১৭০ হর্স পাওয়ার ইলেক্ট্রিক মোটর ও হাই ভোল্টেজ ব্যাটারি দ্বারা চলবে। একবার চার্জ দিলে ৮০-১০০ মাইল একটানা চলবে এটি। চার সিটের এই গাড়ীটি যেকোনো পাওয়ার সকেট, পাবলিক charging station থেকে অথবা BMW এর বিশেষ ওয়াল চার্জার এর মাধ্যমে চার্জ দেওয়া যাবে।



ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
এর মাঝে ২ সিলিন্ডার বিশিষ্ট ৩৪ হর্স পাওয়ার এর গ্যাস ইঞ্জিন আছে যা ১৮৬ মাইল পর্যন্ত চলতে পারবে। এই গাড়ীর সর্বাধিক স্পীড ৯৩ মাইল বা ১৫০ কিলোমিটার। এর মূল্য ২৬৩৪ পাউন্ড। জার্মান এর ৩৪৯৫০ ইউরো।

এটি আমেরিকা, চীন এবং জাপান এ ২০১৪ এর মাঝামাঝিতে পাওয়া যাবে। ডলারে এর মূল্যমান ধরা হতে পারে ৪১৩৫০ থেকে ৪৫২০০।

ছবি সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।
ছবি ও তথ্য সুত্রঃ আই টি নিউজ, লেকচার শিট।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.