আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমের টেলিফোন / মোবাইল নম্বর ভোগান্তি??



লিবিয়ায় বিরাজমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগের ঠিকানা : ভবন নং-৭, কক্ষ নং-৪১৮, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ফোন নম্বর-৭১৬৮৬০৬। মোবাইল নম্বর-০১৯১৪-৮৭১১১৮, ০১৫৫২৩৬৮৫৫১, ০১৮১৯-২৬২১৭৫, ফ্যাক্স-৭১৬০৬৮৮। গত তিন ধরে চেষ্টা করার হচছে টেলিফোন / মোবাইল রিং হলে ও কেউ ফোন রিসিভ করছে না ।

৭ দিন ধরে অনাহারী মানুষ , মরন ভয়ে ভীত তাদের উদ্ধারের কোন উদ্দোগ না থাকলেও, যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার ফোন এ রিং হলেও কেউ রিসিভ করছে না । ০১৮১৯- ২৬২ ১৭৫ নম্বরটিতে একাধিকবার ফোন দিলে তা সুইচ করে দেওয়া হয় । আটকা পড়া বাংলাদেশিরা কি অবস্থায় আছে তা সরকার না জানলে ও তাদের পরিবার জানে কি সীমাহীন কষ্টে দিন অতিবাহীত হচ্ছে। টেলিফোনে আলাপ কালে চুয়াডাংগার আলমগীর সিকদার নামে একজন বলছিলেন ঃ ৪ চার দিন ধরে অনাহার অবস্থায় আছেন । আলমগীর সিকদার সহ আরও ১২০০ শ্রমিক একটি ক্যাম্পে আছেন।

চার দিন ধরে খাবার শেষ এমনকি খাবার পানির মজুদ ও শেষ। তারা ট্যাংকের পানি খাচ্ছিলেন সেই পানি ও ৩০ ঘন্টা আগে শেষ। মোবাইল নেট্ওয়ার্ক সমস্যা জর্জিরত। ঠিকমতো কথাও বলা যাচ্ছে না । মাঝে মাঝে কথা বলা গেলেও বর্তমানে চার্জ শেষ ।

মোবাইল এ পূনরায় চার্জ করা যাচ্ছে না ইলেকট্রিসিটি নাই। তাদের খোজ খবর কিভাবে নিবে পরিবার পরিজনেরা ??? ভোগান্তির কন্ট্রোল রুম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.