আমাদের কথা খুঁজে নিন

   

প্রবাসী পাএ-পাএী



গতকালের সমকালের একটি রিপোর্ট পড়লাম প্রবাসী ছেলেদের বাঙালী বউ নিয়ে। রিপোর্টটি খুব বড় করেই ছেপেছে সমকাল পএিকা। বিষয়টি অত্যন্ত সময়পোযোগী । সেই কবে থেকে আমাদের দেশের বাবা মায়েরা বিদেশী ছেলে অথবা মেয়েদের কাছে নিজের সন্তানের বিয়ে দিতে ব্যকুল থাকে। পাশাপাশি আমাদের দেশের সন্তানেরাও বিদেশ যেতে মরিয়া হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়।

দুটো পক্ষই অবিবেচনা প্রসূত হয়ে এ কাজটি করে। বিদেশে সন্তান বিয়ে দিলে তারা ভবিষ্যতে কি ভাল থাকবে, না খারাপ থাকবে সেটা না বুজেই তারা চটজলদি সিদ্ধ্যন্ত নিয়ে ফেলে। তাই সমকালের রিপোর্টে পড়লাম লন্ডনে এমন অনেক মেয়ে আছে যারা বিয়ের পর লন্ডন দেখার ও সুযোগ পায় নাই। সিলেট থেকে ডাইরেক্ট স্বামীর ঘরের রান্না ঘরে চাকরি নিয়েছে। সেখান থেকে তারা কোন ছুটি পায় না।

এই কারণে বহু বছর লন্ডন থাকার পরও তার লন্ডনের কিছুই দেখে নাই। সত্যি কথা বলতে কি সেই সব স্বামীর দল ও তো লন্ডন ভাল কের দেখে নাই। মেয়ে বিয়ে দেওয়ার আগে জেনে নিন স্বামী মেয়েকে ঠিক মত সময় দিতে পারবে কিনা। মেয়ে একলা থাকতে অভস্ত্য কিনা। মেয়ে সেই দেশের ভাষা ঠিক মত বলতে পারে কিনা।

মেয়ে সেখানে চাকুরি করার মত দক্ষতা অর্জন করেছে কিনা। এসব বিষয় নিশ্চিত হয়ে তারপর মেয়ে কে বিদেশী পুলা-ওলাগো কাছে বিয়ে দিন। বিদিশি ছেলে দেখলে লাফাইয়া পইরেন না। বিদেশী ছেলেরা স্বভাবে একটু রক্ষনশীল হয়। তারা কেন বিদেশী বাঙালী মেয়ে বিয়ে করে না সেগুলি কি কোন দিন খতিয়ে দেখেছেন? সেটা ভাবলে অনেক কিছু জানতে ও বুজতে পারবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.