আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টীমের সকল সদস্যকে শুভেচ্ছা

যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...

শুধু বাংলাদেশ ক্রিকেট টীম নয়, সকল বাংলাদেশীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ ক্রিকেট টীম এতো ভালো খেলার পিছনে সকল বাংলাদেশীদের দোয়া, সাপোর্ট এর পিছে কাজ করছে। তা না হলে ২০৫ রানকে আইরিশরা টপকানোর বদলে ২৭ রানে হারতো না। কিছু কষ্ট ও রাগ...খেলার এক পর্যায় মনে হয়েছিল আমাদের ধুতুরা ফুলকে ম্যাচে নেয়ার ফলে বাংলাদেশের ব্যাটিং লাইনে ঘুম চলে এসেছে। ভেবেছিলাম ধুতুরা ফুল ভালো খেলবে কিন্তু ১ রানে আউট হওয়ার পর মেজাজ খারাপ হয়ে গেলো।

বাংলাদেশ কত তাড়াতাড়ি হারবে সেই চিন্তা করতেছিলাম কিন্তু ধুতুরা ফুল যে আয়ারল্যান্ডের মাঝেও ঘুম তৈরি করাবে সেটা কে চিন্তা করেছিল। হা এই ধুতুরা ফুল ওরফে আশরাফুল ঝটপট ২ উইকেট ম্যাচ টার্নিং-এর প্রধান ভূমিকা রেখেছে। কিন্তু তাকে দিয়ে একটানা ৯ ওভার বোলিং না করালে তার বোলিং ফিগার আরো ভালো দেখাতো। যাই হোক আশরাফুল ব্যাটিং এ না হোক, বোলিং এ যা দেখালো বাংলাদেশের মানুষ তা মনে রাখবে অনেক দিন। বিশেষ করে ২য় আউটটা।

বাংলাদেশ জিতার পিছনে আবার আশরাফুল এর হাত পড়লো। আশরাফুল এর উচিত হবে ধুতুরা ফুল থেকে আশার ফুলে পরিণত হওয়া। ২য় ম্যাচ খেলার সুযোগ হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে সে দোয়া করি। ম্যাচ শেষের ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে শফিউলকে দেয়া উচিত ছিল। তামিম এর ১ ক্যাচ ও ৪৪ রান এর চেয়ে শফিউলের ৪ উইকেট অনেক বড় ভূমিকা রেখেছে এই জয়ের পিছনে।

জয়ের নায়ক শফিউল । তামিম নয়। শফিউলের মন খারাপ হয়েছে এটা অনেকেই বুঝতে পারবেন। সকল ক্রিকেট প্রেমী ও দর্শক ও বাংলাদেশীদের জানাচ্ছি ধন্যবাদ, আপনাদের দোয়া ও সাপোর্টের জন্য। বাংলাদেশ আর ২ টা দরকার......আমরা আছি তোমার সাথে...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.