আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমঘোর সারারাত

আহসান জামান

ঘুমঘোর সারারাত! নিঃসঙ্গতার ছায়ায় ভাসে কয়েকটি চেনা করোটি, অচীন হাড়ের গহ্বরে শূন্যতার আলোছায়া চাঁদ; জোছনা চাদরমুঁড়ে ওড়ে বিষণ্ণ সাদামেঘের ভেলা। দু'কানে বাজে পুরানো গানের সুর; জানালার ওপাশে ফুটেছে কোনো বুনোফুল, রাত্রিমুখর। চোখ থেকে সরে গেছে ঘুমের প্রহর, তাকালেই অন্ধকার; খুঁড়ে খায় শৈশবের মৌণমুকুল। চারিপাশ, এইসব অন্ধকার; উড়াউড়ি সান্ধ্যপদাবলী, নিঃশ্চুপে ভেঙে যায় নিজস্ব স্বপ্নের শ্লথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।