আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমঘোর

আহসান জামান

দু'চোখে ঘুমের আয়োজন চলছে নিভিয়ে দিচ্ছে আলো, অন্ধকারে ঘুমপরীর ডানায় নামবে প্রশান্ত ঘুম; চোখের অনড় পাপড়ীতে লেগে থাকুক শৈশবের বুনোদুপুরবেলা। হৈ হৈ রাতের কৈশোর খুলে দ্যায় জানালা; হাওয়ার বার্তায় ভেসে আসুক ঘুম। জানালার পাশে বেলীও মেথেছে আজ ঘুমের আয়োজনে। বন্ধচোখে অন্ধকার; যুদ্ধতরীর মতো দ্রুত ডুবে যাচ্ছে বিগত সকালের কথামালা। ঘুমেরা নেমে আসছে সারাগায়ে, হাতে, পায়ে; অবশ-ক্লান্তির মতো ঘুম এলে; দু'হাতে তুলে রাখি মৃত্যুর নির্বাসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।