আমাদের কথা খুঁজে নিন

   

আমি জানার জন্য প্রশ্ন করছি, আপনাকে এ্যম্বারেস করার জন্য না…

জনতার সংগ্রাম চলবেই ধূর্ত আন্দালিব রহমান তৃতীয় মাত্রায় জনাব ঈসরাফীল আলম (এমপি, স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগ ) কে প্রশ্ন করছেন জানার জন্য, এ্যম্বারেস করার জন্য না এবং শাহবাগের গনজাগরণের প্রতি সম্পুর্ণ শ্রদ্ধা রেখে। দুটো প্রশ্ন করেছেন। একটা “জয় বঙ্গবন্ধু” স্লোগান নিয়ে, আরেকটা শাহবাগ থেকে ঘোষনা দেয়ার ব্যাপারে। আন্দালিব রহমান: আচ্ছা শাহবাগে তো “জয় বাংলা” স্লোগান দেয়া হচ্ছে এবং আপনারাও(আওয়ামীলীগের নেতা কর্মী) তাদের সাথে মিলে জয়বাংলা স্লোগান দিচ্ছেন। প্রশ্ন হলো, জয় বাংলা’র পরে তো “জয় বঙ্গবন্ধু” আছে, এই অংশটা বাদ দিল কেন তারা? কারণ মুক্তিযুদ্ধের সময় তো একসাথে জয়বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়া হতো, কারো কোন দ্বিমত ছিল না।

আপনারা মেনে নিলেন কেন? ঈসরাফীল আলম: কারণ আন্দোলনের নিরপেক্ষতার জন্য। কেও যাতে বলতে না পারে যে আন্দোলন দলীয়করণ করা হয়েছে। আন্দালিব রহমান: নিরপেক্ষতার জন্য আন্দোলনে “বঙ্গবন্ধুকে” বাদদেয়াটা সমর্থন করেছেন? যিনি বাংলাদেশে স্থপতি, জাতির জনক, তাকে আন্দোলনের বাইরে রাখা, স্লোগান থেকে বাইরে রাখা…এটাকে আপনারা সমর্থন করেলেন? পলিটিক্সের জন্য বঙ্গবন্ধু কে বাদ দিলেন? আমি জানার জন্য প্রশ্ন করছি, আপনাকে এ্যম্বারাস করার জন্য না। আপনি অনেক সিনিয়র। জনাব ঈসরাফীল আলম উপযুক্ত জবাব দিতে পারলেন না।

আন্দালিব রহমান: শাহবাগের সমর্থক যেমন আছে, এর বিপক্ষেও আছে । শাহবাগ থেকে একটার পর একটা আন্দোলন, কর্মসুচির ঘোষনা দেয় হচ্ছে সাধারণ মানুষের প্রতি। মোমবাতি, বেলুন থেকে শুরু করে জাতীয় পতাকা উত্তোলন বিভিন্ন কর্মসূচি। বিএনপিরও তো অনেক সমর্থক,এখন তারা যদি ঘোষণা দেয় যে অমুক দিন জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, অমুক দিন এই কারনে জাতীয় পতাকা অর্ধনিমিত থাকবে…সবজনগন কি মেনে নিবে?? না। কারণ আমরা সবাই জানি, এই বাংলাদেশে বঙ্গবন্ধু ছিলেন একমাত্র নেতা যার আদেশ, নির্দেশ সব মানুষ শুনত এবং মানত।

কারণ জনগনই তাকে সেই অধিকার দিয়েছিল। এমন অধিকার জনগন আর কাওকে দেয়নি। এটা কেন মেনে নিলেন আপনারা? আমি আসলে জানার জন্য প্রশ্ন করছি, আপনাকে এ্যম্বারাস করার জন্য না। আপনি অনেক সিনিয়র। জনাব ঈসরাফীল আলম এই প্রশ্নের উত্তরও ঠিক ভাবে দিতে পারেন নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।