আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরার চোখে::ওয়ার্ল্ড কাপ :: রাতের ঢাকা::

আমি তোমাদেরই একজন, খুবই সাধারণ !!!
"জ্বলে উঠে বাংলাদেশ, গর্জে উঠো বাংলাদেশ"---আরেফিন রুমির এই গানের মতো বিশ্বকাপ ক্রিকেটের বদলৌতে হঠাৎ রাতের ঢাকা বদলে গেল। বাংলাদেশ তথা ঢাকা শহর জ্বলে উঠেছে। চারদিকে থাকালে মনে হবে রংবেরং এর ছোট বড় তারা বাত্তির আলোর বন্যা যেন হাজারো টুইংকাল..টুইংকাল লিটল ষ্টার। এই সময়ে রাতে রাস্তায় বের হলেই মনে হয় চারদিকে যেন বিয়ে বিয়ে সাজের একটি আমেজ। কয়দিন আগেও আগারগাঁও হয়ে পল্লবী পর্যন্ত রাস্তার দুধারে ময়লা আর্বজনার স্তুপ ছিল।

রোকেয়া স্বরণীর দু,পাশের ড্রেন গুলো এখন অনেক পরিস্কার এবং দুধারের বাড়ী গুলোতেও বিশ্বকাপের ছোঁয়ায় রং লেগেছে। এখন কেন জানি মনে হচ্ছে, এতদিন আমরা কি নোংরা জাতি ছিলাম? এই পরিস্কারের কাজটি কি সব সময় করা যায় না? কেন আমাদের এই রাস্তা ঘাট এতদিন নোংরা আর্বজনায় পূর্ণ থাকতো? এই মহান দায়িত্বটি কার ছিল? আমরা তাদের ভোট দিই কেন? লোক দেখানো এই পরিস্কার হওয়ার অভ্যাস চালু থাকবে তো? নাকি আবারও আমাদের এই শহরটি নোংরা আর্বজনার ডাষ্টবিন হয়ে থাকবে আগের মতো। যাই হউক এই জবাব পেতে হয়ত আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখুন আমার ক্যামেরার চোখে::ওয়ার্ল্ড কাপ :: রাতের ঢাকা:: শেরেবাংলা জাতীয় ষ্টেডিয়াম। আগারগাঁও সড়কদ্বীপ সজ্জিত সিটি র্কপোরেশনের সৌজন্য।

আগারগাঁও সড়কদ্বীপ সজ্জিত সিটি র্কপোরেশনের সৌজন্য। বিজয় স্মরণীতে আলোক সজ্জা সিটি র্কপোরেশনের সৌজন্য। বিজয় স্মরণীতে আলোক সজ্জা সিটি র্কপোরেশনের সৌজন্য। রাতের বেলায় মিরপুর ১০ নম্বর এলাকা। আগারগাঁও সড়কদ্বীপ সজ্জিত সিটি র্কপোরেশনের সৌজন্য।

আগারগাঁও সড়কদ্বীপ সজ্জিত সিটি র্কপোরেশনের সৌজন্য। বনানী এয়ারপোর্ট রোড আলোক সজ্জা সিটি র্কপোরেশনের সৌজন্য। আগারগাঁও সড়কদ্বীপ সজ্জিত সিটি র্কপোরেশনের সৌজন্য। বনানী ১১ নং রোডের ব্রীজ আলোক সজ্জায় সজ্জিত। বনানী ১১ নং রোডের ব্রীজ ।

"লাল লাল..নীল নীল..বাত্তি দেইখ্যা নয়ন জুড়াইছে..ঢাকা শহর..ঢাকা শহর..আইস্যা আমার আশা ফুরাইছে" ক্রিকেট ম্যানিয়ায় আক্রান্ত আমার বাচ্চা দুটিও বৃহৎ ব্যাটে স্বাক্ষররত।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।