আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরার স্থিরচিত্রে....



ফেব্রুয়ারিতে দেখা হয়েছিলো অদ্যবধি, চাঁদের সাথে পাল্লা দেওয়ার মতো তোমার চন্দনমুখ… বেহায়ার মতো আজো খুঁজি, অবুঝ কারাপ্রকোষ্ঠের নির্জন সেলে সেই-দিন টান অনুভব করেছিলাম নিজের শরীরে পুরুষত্ব টের পেয়েই দাউ দাউ করে জ্বলে ওঠেছিলো নিজেকে সামলানো এখন দু:সাধ্য কাশফুল রমনী ! শুধুই ল্যাপটপের হার্ডডিস্কে বন্ধী হয়ে থাকবে ! রাজপথ দখল করা তুমি ক্যামেরার স্থিরচিত্রে আল্পনার মধ্যে বসা তোমার শৈল্পিক অবয়ব বুকের মধ্যে আজো ফেরি করে ঘুরি হয়তো এ-ক দিন ঘুরতে ঘুরতে দেখা হবে আগপিছ না ভেবে বলবো এইবার অমৃত দাও পান করি নয়তো বিষ দাও মৃত্যুকে আলিঙ্গন করি… ৩/০ ৮/২০১৩, পুর্ব রামপুরা, ঢাকা । সকালবেলা, শনিবার ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।