আমাদের কথা খুঁজে নিন

   

নিছক প্রলাপ



মানুষের মাঝে আমার স্বপ্নের সমাধি- আমি আর আমিত্বের মাঝামাঝি কোন এক জায়গায় হৃদয়টা যেখানে --সবাইতো তাই বলে; মানসপটে গণমানুষের ক্লান্ত ছবি। কেন এত অসঙ্গতি ! মানুষে মানুষে হীন স্বার্থের দ্বন্দ্ব; আমার পৃথিবীর অনন্ত আকাশ,তেজোদীপ্ত একটি সূর্য; রাতে মধুচন্দ্রিমা,লক্ষ তারার অনাবিল হাসি; ব্যস! পূর্ণ জীবনের স্বাদে অবগাহন। আমিতে আমিতে শত দৃশ্য থাকে -থাকবে, কেন তবে অমানিশিতে বাঁচার করুণ আঁকুতি ! মায়াবী কিশোরীর জলপুষ্ট বদনে কি এক কলঙ্ক ছাপ- ছাত্রীহলে নিকৃষ্ট দানবের শব ব্যবচ্ছেদ; বাধনের বাধনহারা সম্ভ্রম- সুমির তুলির শূচিতে বিকৃত মৃত্যুর বারতা! আমি আর আমার আমিকে ক্ষমা করতে পারি না ! জীবনের এত অলিতে গলিতে কেন এত শৃঙ্খল? মানি না, মানি না ওদের আশার বুলি; এসি রুমের হুইল চেয়ারে রক্তচক্ষুর নগ্ন অর্জন-- আমার স্বাধীনতা আমার প্রাপ‌্য- আমার মায়ের , আমার বাপ দাদার-- আমার পৃথিবীর বিপন্ন মানবতার লাল সবুজের পদ্য। (২৫-০৭-২০০৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।