স্থানীয় এমপির উপস্থিতিতে জেলার সরিষাবাড়ি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষকে মারধর করে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে আ.লীগ ক্যাডাররা।
স্থানীয় সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু কলেজের ম্যানেজিং কমিটির সদস্যপদ নিয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা ও একই দলের এমপি ডা. মুরাদ হাসান সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। সদস্যপদে এমপি সমর্থক বাবলু রহমান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা প্রার্থী ছিলেন। কিন্ু্ত এই দু’জনের মধ্যে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশাকে সদস্য করে নেয়া হলে বিক্ষুব্ধ হয় এমপি সমর্থকরা। গতকাল সকালে মাতৃভাষা দিবস পালন শেষে স্থানীয় এমপি ডা. মুরাদ হাসান অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে অফিসে বসে আলোচনা সভা করছিল।
এসময় এমপির উপস্থিতিতে তার সমর্থক বাবলু ও খোকনের নেতৃত্বে একদল ক্যাডার অধ্যক্ষের কক্ষে হামলা চালিয়ে অধ্যক্ষ মোশারফ হোসেন শাহীনকে কিলঘুষি, লাথি মেরে গলাধাক্কা দিয়ে বের করে দিয়ে তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়।
কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এমপির
উপস্থিতিতে এ ধরনের ঘটনা অনভিপ্রেত ও দুঃখজনক। কোনক্রমেই এটা কাম্য নয়।
এ ব্যাপারে স্থানীয় এমপি ডা. মুরাদ হাসান বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, তার উপস্থিতিতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে কলেজ সংলগ্ন আ.লীগ অফিসে বসে নেতাকর্মীরা কথা বলছিল।
এ সময় কলেজ অধ্যক্ষের বিরুুদ্ধে নেতাকর্মীরা বেশ কয়েকটি অভিযোগ তুললে আমি এসব বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলতে নেতাকর্মীদের পরামর্শ দেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।