আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে...



আমি ভালবাসি অ থেকে আরম্ভ করে বাংলাদেশ পর্যন্ত রক্তিম কতগুলো স্বপ্নময় কবিতা। আর ভালবাসি,-আমার সোনার বাংলা, আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি ! আর ভালবাসি 'মা', মায়ের ও বাছা! ও সোনা! পাখির কুহুতান ভালবাসি, ভালবাসি নদীর কুলুকুলু ধ্বনি- স্বর্নাভ গোধূলী একাকী রাস্তায় ভালবাসি পিছন থেকে ডাকা কোকিলের ডাক,-এ্যাই ছেলে, আমায় নেবে? ভালবাসি আমার এই বনলতা সেনের নেশা জাগানিয়া কাল চুল-নাক ফুল ভালবাসি! ভালবাসি আমার ভাইয়ের শুকনো বিস্মৃত রক্তের বানী ভালবাসি আমার ভাইয়ের বুকের রক্তে তৈরি একাত্তরের স্বাধীনতার সিঁড়ি- একুশ ভালবাসি ! আর ভালবাসি,-আমার সোনার বাংলা, আর ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি ! ভালবাসি উদয়ের পথে নির্ভিক চিত্ততা ভালবাসি , সবুজ প্রাণ দিতে ভালবাসি ভালবাসার তরে, মায়ের প্রতি ভালবাসা, বোনের প্রতি ভালবাসা প্রিয়তমার প্রতি ভালবাসা, আমি আসলে ভালবাসার প্রতি ভালবাসা ভালবাসি! আর ভালবাসি,-আমার মাতৃভাষা , ভালবাসি ,- আমি তোমাকে ভালবাসি ! আমার কবিতার প্রতে আমারই তীব্র ঈর্ষা ভালবাসি ! আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো প্রতিটি বর্ণ ভালবাসি ১৯৫২-এর গর্জন ভালবাসি, রাষ্ট্র ভাষা, রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাংলা চাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.