আমাদের কথা খুঁজে নিন

   

সূর্য ই দাড়িয়ে বলুক ভালবাসি ভালবাসি।। ।।

লেম্পপোষ্ট এর বাতি নিভে দিয়ে, জ্বালাতে পারি কৃষ্ণচূড়ায় আগুন সূর্য ই দাড়িয়ে বলুক বহুদিন পর চল ফিরে যাই আমাদের প্রিয় সেই লেকটায় দেখ কৃষ্ণছুড়া ফুটেছে কত লাখ পাখিরা তোমায় দেখে অবাক... মাছেরা খেলে লুটোপুটি আর তোমার চুলে খেলি আমি ভর দুপুরে মাথার উপর সূর্য দাড়িয়ে বলে ভালবাসি ভালবাসি। । শাহবাগ থেকে নিউ মার্কেট পথ সেতো বেশি নয় ট্রাফিক জ্যাম নেই আর রাস্তাটা ফাকা "ও মামা, একটু আসতে চালান না" যদি বলতে থামিয়ে দিতাম পুরো পৃথিবী টা আমি পারিনি থামাতে রিকশা জানি মিথ্যা হয়ে যায় এলিফাণ্ট রোড মিথ্যা হয়না মাগরিবের আজান তাই বাউন্ডুলে শহর ভালবাসে শুধু এখন তোমার অভিমান তোমার অভিমান। । দুটো শালিক এখনো করছে ছুটোছুটি মাঝ দুপুরে স্বপ্নের আকিবুকি ফার্মগেটের মোড়টা ছুয়ে দাড়িয়ে ছিলাম তোমাকে, ভেবে কি? দেখতে চাইলে দেখিয়ে দেব একটি ছেলে দাড়িয়ে আছে তিনটে গোলাপ হাতে নিয়ে সবাই যখন বলতে পারে সহজ কথাটা আমি কেন বলতে পারিনা মাঝ দুপুরে আজ মাথার উপর সূর্য ই দাড়িয়ে বলুক ভালবাসি ভালবাসি।

। । । ২০০৩ সালে লিখা। অনেক ছেলে মানুষী আর পাগলামি ভরা।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।