আমাদের কথা খুঁজে নিন

   

দর্শকের চোখে২



সৌরভকে মনে আছে তো?ধোনির ভারতের এই রমারমার পিছনে কাজ করছে তার ক্রিকেট মেধা। পরিণত হয়েছিলেন ভারতের সেরা অধিনায়কে। তখনকার ভারতের নির্বাচকদের সাথে লড়াই করে তিনি দলে রেখেছিলেন সহবাগ যুবরাজ হরভজন গমভীর জাহির দের। তারা আজ কী কোথায় সেটা সবাই দেখতেছেন। বযর্থ হলেও তিনি সব সময় রাখতেন পাশে দাঁড়াতেন খেলোয়াড়দের।

খেলাটা যদি কেউ উপভোগ করতে না পারে তবে ভালো খেলা সমভব?আশরাফুলকে নিয়ে দিসতা দিসতা লেখা হয়েছে। কিনতু তার পাশে হাত রেখে তার সমসযা বোঝার কাজটা কেউ করেছেন কি?সাকিবের উচিৎ আশের কাধে হাত রাখা। বলা যে যাই বলুক অামি তোমার পাশে আছি। তুমি দলে থাকবেই। ফেল করলেও বিশটা মযচের জনয তুমি অটোমেটিক চয়েজ।

খোলা মনে খেলতে দিলেই কারো পক্ষে ভালো খেলা সমভব। নইলে খেলোয়াড় হিসাবে যতই সাকসেস পান সাকিব অধিনায়ক হিসাবে কিনতু খুব বেশী মার্কস পাবেন না। অধিনায়কের কাজ কিনতু খেলোয়াড়দের কাছ থেকে সেরা খেলা আদায় করা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.