আমাদের কথা খুঁজে নিন

   

আমি এক উন্মাদ কবি বলছি



আমি আজ যে কবিতাটি লিখছি কবিতার উন্মাদনা আকাশ ছুঁয়েছে। তাতে কবিতার পাঁপড়ি ভিজে গেছে ধর্ষিতার রক্তক্ষরণের লোহিত ধারায় ! আমি এক উন্মাদ কবি বলছি আজ পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে পাপীষ্ট আত্মাগুলোর হুঙ্কারে । নারী শরীরের ভাজে ভাজে চিৎকার- করে ওঠবে ছানাহারা এক মা শিয়াল ! ভীতু কুকুরগুলো দূরের গ্রাম হতে নিশ্চল দাঁড়িয়ে থেকে ঘেউ ঘেউ করে আঁধারের বুক জুড়ে থাকে যন্ত্রণাক্লীষ্ট এক ধর্ষিতার নিদারুণ আর্তনাদ । আমি এক উন্মাদ কবি বলছি আমিও কুকুরগুলোর পাশে দাঁড়িয়ে কবিতার পাঁপড়িতে ধর্ষিতার রক্ত দিয়ে এঁকেছি নানা রঙের কারুকাজ ! তাতে এক অনবদ্য কবিতা হয়ে ওঠেছে শুধু ধর্ষিতার করুণ মুখটিই তাতে কলঙ্ক ! রচনাকাল : ১৫।০৫।২০১০ইং (সকল নির্যাতীত নারীদের বিদেহী আত্নার শান্তি কামনায়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।