আমাদের কথা খুঁজে নিন

   

হানিফ সংকেতের ঈদ নাটক

প্রতি ঈদেই বর্ণাঢ্য 'ইত্যাদি'র পাশাপাশি বরেণ্য নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। এবারও তিনি এটিএন বাংলার জন্য নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'ধরন গুণে করণ'। প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

বেশ কয়েক বছর ধরেই ঈদ উপলক্ষে তিনি এটিএন বাংলার জন্য বিশেষ নাটক নির্মাণ করছেন। হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য।

পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য। তাই দর্শক নাটক দেখার অপেক্ষায় থাকেন।

হানিফ সংকেতের এবারের নাটকের গল্পটি শহর কেন্দ্রিক। একটি পরিবারের গৃহকর্তা জামান সাহেব নীতিবান মানুষ। অত্যন্ত সচেতন ও নীতিবান এই মানুষটির বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ছেলেমেয়েরা অস্বস্তিতে ভোগে।

ঘরে বাইরে সৃষ্টি হতে থাকে নানান জটিলতা। কিন্তু গৃহকর্তা অনড়। সংসারের এই জটিল জট খুলতে এগিয়ে আসেন একজন। আর এই জট খুলতে গিয়ে ঘটতে থাকে নানান ঘটনা। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মাসুদ আলী খান, দিলারা জামান, অপূর্ব, জেনি, আরফান, আব্দুল কাদের, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, রিমু, মতি, অশোক বড়ুয়া, ফরিদ, কামাল বায়েজিদ, আপেল, নজরুল, রবিনসহ আরও অনেকে। উল্লেখ্য, জেনি প্রথমবারের মতো হানিফ সংকেতের নাটকে অভিনয় করলেন। আজকাল এক ঘণ্টার কোন নাটকে এত বেশি প্রতিষ্ঠিত বা তারকা শিল্পীদের দেখা যায় না। ২/১ জন তারকা শিল্পীর সঙ্গে অপরিচিত শিল্পী থাকে বেশি। এই নাটকে গল্পের প্রয়োজনে যে ক'জন শিল্পী প্রয়োজন তাদেরকে নেওয়া হয়েছে।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীত পরিচালনা করেছেন মেহেদী। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। এটিএন কর্তৃপক্ষ জানায়, প্রতিবারই হানিফ সংকেতের নাটকে আমাদের দর্শক থাকে বেশি। ঈদের দিনের ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা এই নন্দিত নির্মাতা'র নাটক দেখতে বসেন।

কারণ সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় শুধু এটিএন বাংলায়। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এসময় এটিএন বাংলার দর্শক থাকবে সবচেয়ে বেশি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।