আমাদের কথা খুঁজে নিন

   

অক্টোবরের মধ্যেই রাজপথ রেলপথ নৌপথ অবরোধ 

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দাবিতে আগামী অক্টোবর থেকে কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, আগামী দুই মাসের মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 'রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ এবং লাগাতার হরতাল দিয়ে দেশ অচল করে দেওয়া হবে। দলীয় সরকারের অধীনে এদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এতে হয় গণতন্ত্র থাকবে নতুবা থাকবে না। তবে এর দায় নিতে হবে সরকারকে। '

গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'গণতন্ত্র পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আল্টিমেটাম দেন। 'স্বদেশ মঞ্চ কেন্দ্রীয় সংসদ' এই সভা আয়োজন করে। সংগঠনের সভাপতি মামুন?ুর রশিদ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুবদলের নেতা আলী আকবর চুন্নু, ফারুক আহমেদ, মিয়া মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ব্যারিস্টার মওদুদ বলেন, এতদিন আমরা অনেক নমনীয় কর্মসূচি দিয়েছি। এখন আর তা হবে না। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে হলে এই আন্দোলন অপরিহার্য। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তির মধ্যে এই নির্বাচন হবে না, এই নির্বাচন হবে গণতন্ত্রের পক্ষে আর বিপক্ষের মধ্যে। প্রয়োজনে সেপ্টেম্বর থেকে সরকারের মেয়াদের শেষ দিন ২৫ জানুয়ারি পর্যন্ত আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। গণবিস্ফোরণের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.