আমাদের কথা খুঁজে নিন

   

থাইল্যান্ডে বিরোধী এমপিদের একযোগে পদত্যা

১৪ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভের জেরে থাইল্যান্ডের সংসদ থেকে পদত্যাগ করছেন বিরোধী দল ডেমোক্রেটি পার্টির (ডিপি) সদস্যরা। গতকাল বিরোধীদলীয় সংসদ সদস্য শিরিচক সোফা টেলিভিশন ভাষণে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, থাকসিন শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করা জনতার সঙ্গে একাত্মতা পোষণ করে আমরা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, দেশটির পার্লামেন্টের ৫০০ আসনবিশিষ্ট নিম্নকক্ষে ১৫৩ জন ডিপি দলীয় সদস্য রয়েছেন। দুর্নীতির দায়ে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা তার বোন ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন সরকার পরিচালনা করছেন বলে অভিযোগ তুলে পদত্যাগের দাবি করেছেন বিরোধী দল সমর্থিত বিক্ষোভকারীরা। এদিকে প্রধানমন্ত্রী গণভোটের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি বলেন, জনগণ চাইলে পদত্যাগও করবেন তিনি। বিবিসি, এএফপি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.