আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট জ্বরের উল্টাস্রোতে গতরাতের আর্সেনাল -বার্সেলোনা ম্যাচ দেখা -৫ মিনিটে দুই গোল খাওয়া বার্সা আর গতিময় ফুটবল খেলা আর্সেনাল...



ক্রিকেটের বিশ্বকাপ চলছে দেখে কি সামুর ব্লগাররা চ্যাম্পিয়ন্স লীগের খেলা দেখা বাদ দিসে নাকি ??কালকে রাতে আর্সেনাল-বার্সেলোনা খেলা দেখেন নাই কেউ ??চ্যাংড়া টীম আর্সেনাল মেসি-ইনিয়েস্তার মুখের ভিতর থিকা জয়টা ছিনিয়ে নিয়ে গেলো । অথচ প্রথম হাফে কিন্তু খেলাটা পুরাই বার্সার নিয়ন্ত্রণে ছিল...দ্বিতীয় হাফের শুরুতেও খারাপ খেলতেসিলো না । মাঝখানে মেসির উপর মেজাজ খারাপ হইসে দুইবার...ছোঁড়া এমন আজব দুইটা মিস করসে যে মনে হইতেসিলো হাতের রিমোটটা ঢিল মারি টিভিতে (মারি নাই ,আব্বা বাড়ি থিকা বের করে দিবে সোজা ) । আবার দুইটা প্লেয়ারকে ডি বক্সের মধ্যে অসাধারণভাবে ডজ দিয়ে গোলকীপারকে পাইলো পুরা ফাঁকায়...প্রায় ২ মিটার দূরে...গোলকীপার মনে হয় দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেসিলো মেসি ডান দিক দিয়ে গোল করে না বাম দিক দিয়ে ...সেটা দেখার জন্য । মেসি করলো কি ?চিপ করলো সোজা কীপার বরাবর...মনে হইলো বলতেসে ,এই নাও ক্যাচ ।

ভিয়া খারাপ খেলে নাই...ইনিয়েস্তাও না ,তবে জাভি তার নাম রাখতে পারে নাই । আর্সেনালের ফ্যাব্রিগাসের খেলা কালকে আমার কাছে খুবি ভালো লাগসে । বেটা খুব বেশি বল পায় নাই (বার্সার বিরুদ্ধে খেললে বেশি বল পাওয়াও সম্ভব না ),কিন্তু যেই কয়বার পাইসে ,পুয়োল -পিকের ঘাম ছুটায় দিসে । আর্সেনালের কাউন্টার অ্যাটাকগুলা আসলেই ভালো ছিল...গতি আর পাসিং দুইটাই বেশ ভালো ছিলো । নাসরি চোখে পড়ার মত খেলসে মনে হয় নাই...ভ্যান পার্সি একটা বরারবর শট বাঁকা মেরে বাইরে পাঠাইসে...(দেখে মনে হইসিলো এর পা জন্মগত বাঁকা নাকি ?)আর গানারদের ডিফেন্স কালকে আসলেই ভালো হইসে বলতে হবে...একটা গোল খাওয়ার পরও এলোমেলো হয়ে যায় নাই ... গোল ৩ টার কথা আলাদা ভাবে বলতে গেলে - ১।

ভিয়ার গোল-আরেকটা আদর্শ বার্সা স্টাইল গোল । পাস ,পাস ,দুই ডিফেন্ডারের মধ্য দিয়ে কাটিং থ্রু এন গো ... ২। ভ্যান পার্সি -গোলটা দেখে বিশ্বকাপে মাইকনের গোলটা কথা মনে পড়লো- ওইটার বামদিকের ভার্সন । আমি এখনো বুঝতেসিনা ,এইটা কি ইন্টেনশনাল শট ছিলো না মাইনাস করতে গিয়ে ঢুকায় দিসে (ওই যে বললাম না ,পা বাঁকা ) । ভালদেসের উপর ব্যাপক মেজাজ খারাপ হইসে. ..বেটা তুই আগাবি ভালো কথা ,এতই আগায় গেলি যে তোর পিছন দিয়া গোল দিয়া দেয় ?৭৮ মিনিটে এই গোল হওয়ার পরও মনে হয় নাই বার্সা ম্যাচ হারতে যাচ্ছে ।

৩। আরশাভিন -পুরা ইংলিশ লীগে হাতেগোনা যেই কয়টা প্লেয়ারের আমি ফ্যান তার মধ্যে আরশাভিন একটা...সেই আরশাভিন আমার বুকে ছুরি মাইরা দিলো ৮৩ মিনিটে । তবে গোলটা আসলেই ভালো ছিলো...খুব দ্রুত এমাথা থেকে ওমাথা টেনে নিয়ে গেসে ,তারপর দুই ডিফেন্ডারের পায়ের সামনে দিয়ে আস্তে করে আরশাভিনকে বক্সের অন্য মাথায় মাইনাস ,তারপর আরশাভিনের সিঙ্গেল টাচ গোল...পুরা কম্পোজিশনটা খুব সুন্দর ছিলো । পাঁচ মিনিটে দুই গোল -বার্সেলোনা ওইখানেই শ্যাষ ... মাত্র তো ১ ম লেগ গেলো । ২য় লেগে ন্যু ক্যাম্পে গেলে আর্সেনালরা বুঝবো ন্যু ক্যাম্প কি জিনিস ।

সব ক্লাব তো আর ইন্টার মিলান না -বার্সাকে পুরা ম্যাচ গোলশূন্য আটকায়া রাখবে । তাও বলা যায় না ,বার্সারে পাঁচ মিনিটে দুই গোল দিতে পারলে নব্বই মিনিট আটকায় রাখাও হয়তো সম্ভব । আর্সেনাল ,দেখা হবে ময়দানে... বি দ্রঃ ৯২ মিনিটে আর্সেনালের ডি বক্সে কোন ডিফেন্ডারের হাতে জানি বল লাগসিলো । রেফারি পেনাল্টি দেয় নাই । ওইটা দেওয়ার মত ছিলো নাকি ??


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.