আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেট'২০১১ এবং আমার একটা অনুরোধ; আসুন একটা লাল-সবুজের পতাকা উড়াই।

আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।

বিশ্বকাপ ফুটবল হয় পৃথিবীর অন্য কোন মহাদেশে; না আমাদের বাংলাদেশ সেখানে খেলার জন্য যোগ্যতা রাখে আর না ফুটবল বিশ্ব আমাদের দেশটাকেই খুব ভালভাবে চিনে কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরুর অনেক আগে থেকেই আমাদের শহর-গ্রাম-দোকান- বাসা-বাড়িতে এমনকি গাছের মাথায় বাঁশের আগায় ব্রাজিল- আর্জেনটিনার পতাকা পতপত করে উড়তে থাকে। অনেক বিদেশী তখন হয়ত এদেশে ঘুরতে আসলে বুঝতেই পারবে না এটা কোন দেশ। যুগে যুগে অন্য সব বিদেশী শক্তি যে আমার এই সোনার বাংলাটাকে চুষে চুষে খাইছে তারই প্রতিচ্ছবি হিসাবে সত্যিকারের সংকর জাতির মত উড়তে থাকে এই সমস্ত পতাকাগুলো। কিন্তু হায়!!! আজ যখন আমাদের ঢাকাতেই বসছে বিশ্ব ক্রিকেটের মহাআসর , আমাদের সোনার ছেলেরাও যেখানে লড়বে টাইগার হিসাবে।

বিশ্ব মিডিয়া আজ আমাদের অলিতে গলিতে ঘুরতেছে তখন আমাদের কোন বাড়ি -গাড়িতেই নেই এই খেলা উপলক্ষে কোন লাল-সবুজের পতাকা। কিন্তু কেন???। দেশপ্রেম দেখানোর এই ত মুখ্খম সময়। তাই অনুরোধ আসুন আমরা আমাদের গাড়িতে বাড়িতে-দোকানে-রাস্তায় অন্তত একটা লাল-সবুজের পতাকা উড়াই। অন্তত বিদেশীরা চিনুক-জানুক:-লাল সবুজের পতাকার মানে কি ? কত মায়ের কান্না, কত বাবার সারা জীবনের স্বপ্নের স্বপ্নভঙ্গ, কত বোনের জীবনের ছিলমোহরের বদলা আর এক নদী রক্তের বদলায় বাঙ্গালী অর্জন করেছে এই এক টুকরু লাল-সবুজের পতাকা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.