আমাদের কথা খুঁজে নিন

   

বাঘের চামড়া-হাড় উদ্ধার, গ্রেপ্তার ১

সত্য অপ্রিয় হলেও বলতে চাই
বাগেরহাট, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন একটি গ্রামে অভিযান চালিয়ে বাঘের তিনটি চামড়া, চারটি খুলি ও বিপুল পরিমাণ হাড়গোড় উদ্ধার করেছে বন বিভাগ। বাঘ শিকারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক শিকারীকে। বুধবার সকাল ৯টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের বাংলাবাজার গ্রামে অভিযান চালিয়ে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া, হাড় ও মাথা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো। গ্রেপ্তার ব্যক্তির নাম জামাল ফকির (৩৮)। তিনি শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামের মৃত সেকেন্দার ফকিরের ছেলে।

তাকে বন বিভাগের কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বন কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধার চামড়া তিনটির লেজ থেকে মাথা পর্যন্ত দৈর্ঘ্য যথাক্রমে ১০ ফুট ২ ইঞ্চি, ৯ ফুট ৯ ইঞ্চি এবং ৯ ফুট ৩ ইঞ্চি। উদ্ধার হাড়ের সংখ্যা ১৩৮ টুকরা, যার ওজন ৩১ কেজি। জামাল ফকির সুন্দরবন পূর্ব বিভাগের বাগেরহাট কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনিসহ ১০-১২ জন গত দেড় মাসে এ তিনটি বাঘ হত্যা করেন। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের হরিণটানা এলাকায় বিষটোপ দিয়ে বাঘগুলো হত্যা করা হয় বলে তিনি জানান।

অভিযানে নেতৃত্ব দেওয়া বন কর্মকর্তা মিহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় দেড় মাস ধরেই ক্রেতা সেজে চোরা শিকারী চক্রটিকে সনাক্ত করার চেষ্টা করছিলো বনকর্মীরা। "সর্বশেষ ১৬ লাখ ৭০ হাজার টাকায় বাঘের এ সব চামড়া, মাথা ও হাড় কেনার চুক্তি হয়। বুধবার ভোরে টাকা নিয়ে চোরা শিকারী ও চামড়া পাচারকারী চক্রের সদস্য জামাল ফকিরের সঙ্গে বাংলাবাজার গ্রামের একটি পরিত্যক্ত ঘরে দেখা করার কথা বলে তাকে হাতেনাতে আটক করা হয়। " মিহির জানান, উদ্ধার চামড়া তিনটির মধ্যে দুটি পূর্ণ বয়স্ক বাঘের এবং একটি পূর্ণবয়স্ক বাঘিনীর বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। বিডিনিউজ২৪ থেকে (ছবি প্রথম আলো)
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।