আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধের গান



১৯৭১য়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণার অন্যতম মূল একটা উৎস ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রচিত গণসঙ্গীত৻ গণ জাগরণের এই সঙ্গীত রচনা ও পরিবেশনায় সেসময় অসামান্য অবদান যাঁরা রেখেছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বাংলাদেশের বহু সঙ্গীত রচয়িতা, সুরকার-গীতিকার ও শিল্পী৻ সেই সময়ের আবেগ আর উদ্দীপনার ঢেউ তখন স্পর্শ করেছিল প্রতিবেশি পশ্চিমবাংলার বহু মানুষকেও৻ বিশেষ করে পশ্চিমবাংলার সঙ্গীতজগতকেও ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিল ৭১য়ের স্বাধীনতা যুদ্ধ৻ রচিত হয়েছিল স্মরণীয় কিছু গান। মুক্তিযুদ্ধের চেতনাকে উদ্দীপ্ত রেখেছিল যেসব দেশাত্মবোধক গান, সেইসব গানের বাণী আর সুরে যেমন ছিল সাহসের কথা, যুদ্ধ জয়ের সম্ভাবনার মন্ত্র, তেমনি ছিল দেশমাতৃকার মুক্তির জন্য আকুতি। এসব গান সমানভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ রেখেছিল মুক্তিযোদ্ধাদের এবং পাশাপাশি অবরুদ্ধ জনগণকে। স্বাধীনতা যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে প্রেরণার উৎস হিসাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উত্তাল দিনগুলোতে প্রেরণার উৎস হিসাবে কীধরনের গান কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গোপন কার্যালয় থেকে বাজানো হত, কীভাবে শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই প্রচার কার্যক্রম তা ছিল দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে৻ কিন্তু চট্টগ্রামে কীভাবে প্রথম স্থাপিত হয়েছিল বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৻ সেকথা রয়েছে তৃতীয় পর্বে। বিপ্লবী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্র্রথম পর্যায়ে অনুষ্ঠান সম্প্রচার হয়েছিল ২৬ থেকে ৩০শে মার্চ পর্যন্ত৻ দ্বিতীয় পর্যায়ে এই বেতার কেন্দ্রের সম্প্রচার হত ভারতে আগরতলার তিনটি জায়গা থেকে৻ এরপর তৃতীয় পর্যায়ে গিয়ে কিছুটা পাকাপাকিভাবে সম্প্রচার শুরু হল কলকাতায় বালিগঞ্জ সার্কুলার রোডের স্টুডিও থেকে৻ সে পর্যায়ের শুরু ২৫শে মের বিকালবেলা৻ সেই পর্যায়ের সম্প্রচার, এবং সেসময়কার গানের পটভূমি নিয়ে চতুর্থ পর্ব। স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে পশ্চিমবঙ্গের অস্থায়ী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের যেসব মানুষ তাদের মনোবল চাঙ্গা রাখতে শিবিরি শিবিরে গান গেয়ে বেড়াতেন বাংলাদেশের বেশ কিছু শিল্পী৻ তাদের মধ্যে একজন ছিলেন মাহমুদুর রহমান বেনু৻ পাশাপাশি সীমান্ত এলাকায় মুক্তিযোদ্ধাদেরও তারা গান শোনাতেন৻ কীভাবে তারা গান গাইতেন, কী ছিল তাদের প্রেরণা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.