আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ বিপজ্জনক দল : স্ট্রস



পত্রিকার পাতা থেকে- ইংলিশ অধিনায়ক অ্যান্ডু স্ট্রস বলেছেন, ‘বাংলাদেশ খুবই বিপজ্জনক দল। তারা খুবই ট্যালেন্টেড। আমার মনে হয় বাংলাদেশ দলটিকে কেউ হালকাভাবে নেয়া ঠিক হবে না। বিশ্বকাপে তারা যে কোন অঘটন ঘটাতে পারে। ’ গতকাল বিকেল সোয়া তিনটায় বাংলাদেশে পৌঁছে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে হাজির হয়ে ইংলিশ অধিনায়ক আরও বলেন, ‘এবারের বিশ্বকাপে ফেভারিট যদি ধরতে হয় তাহলে সেটি ভারত।

কারণ তারা নিজেদের মাটিতে খেলবে। শক্তিশালী শ্রীলঙ্কাকেও ফেভারিট বলতে হবে। কারণ তারাও হোমগ্রাউন্ডের দল। তবে আমরাও এখানে এসেছি বিশ্বকাপ জয়ের জন্য। আমাদের বর্তমান দলটি খুবই ভাল অবস্থানে রয়েছে।

যে কোন দলের জন্যই ইনজুরি একটি বাধা। এর বাইরে নেই আমরাও। তবে আশার কথা হচ্ছে দলের গুরুত্বপূর্ণ সদস্য স্টুয়ার্ট ব্রড ক্রমেই ইনজুরিমুক্ত হচ্ছেন। ’ স্ট্রস বলেন, ‘দলীয় লক্ষ্য শিরোপা জয় হলেও এ মুহূর্তে আমাদের প্রথম কাজ হচ্ছে ইংল্যান্ড দলকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে দেয়া। ’ ইংলিশ দলপতি বলেন, ‘সম্প্রতি আমাদের অস্ট্রেলিয়া সফরটি ভাল হয়নি।

সেখানকার কন্ডিশন ভিন্ন। উপমহাদেশের বিভিন্ন ভেন্যুতে আমাদের প্রচুর খেলার অভিজ্ঞতা রয়েছে। এবারও মূল আসরের আগে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার সূচি রয়েছে। ওই ম্যাচ দিয়েও আমরা উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে পারব। আমরা বিশ্বকাপ টি-২০ শিরোপা জয়ী।

আসন্ন বিশ্বকাপে এই বিষয়টি আমাদের আত॥বিশ্বাস আরও বাড়িয়ে দেবে। স্ট্রস বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া সফর শেষে ৩ সপ্তাহ সময় পেয়েছি বিশ্রামের জন্য। এটি অপর্যাপ্ত হলেও আমাদের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রচ্চ করতে পারবে না। অস্ট্রেলিয়া সফরের সময়ও আমাদের পরিকল্পনায় বিশ্বকাপ ছিল। ’ বিশ্বকাপে ইংল্যান্ড প্রথম ম্যাচ খেলবে ভারতের নাগপুরে নেদারল্যান্ডের বিপক্ষে ২২ ফের্রুয়ারি।

মূল লড়াইয়ের ৯ দিন আগে দলটির বাংলাদেশের মাটিতে পা দেয়ার উদ্দেশ্য বাংলাদেশের মাটিতে প্রস্তুতি ম্যাচ খেলে উপমহাদেশের কন্ডিশন বুঝে নেয়া। যদিও ২০১০ সালের শুরুতে বাংলাদেশে সফর করে গেছে তারা। মূল আসরের আগে ইংল্যান্ড দল দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশে। ১৬ ফের্রুয়ারি কানাডা এবং ১৮ ফের্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে স্ট্রস বাহিনী। ইংলিশরা স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে ১১ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.