আমাদের কথা খুঁজে নিন

   

দিনা, ভালোবাসাহীন বুকের জমিনে বিরাজমান খাঁ-খাঁ শূণ্যতায় তীব্র খরা......ভালোবাসার এই দিনে



আজ ফাগুনের দ্বিতীয় দিন, ভালোবাসার দিন। ভালোবাসায়-ভালোবাসিতে মুখরিত ফাগুনের আগুন রাঙ্গানো মোহময় সূরে হারিয়ে যাওয়ার দিন। প্রিয় দিনা, হ্যাপি ভেলেন্টাইনস্ ডে.... দিনা, ভালোবাসার দিন আমার ভালোবাসায় সিক্ত হও তুমি। ভালোবাসার দিনে ভালোবাসার সূরে গাই গান...."আমি যত বেশি ভালোবাসি তোমায় তারচেয়েও বেশি ভালোবাসতে চাই...আমি যত বেশি কাছে আসি তোমার তারচেয়েও বেশি কাছে আসতে চাই......ভালোবেসে আমাকে নাও জড়িয়ে। " প্রিয়তমা, ভালোবাসার দিনে আজ তুমিহীনা হৃদয়াকাশে বইবে না ভালোবাসার বৃষ্টি।

ভালোবাসাহীন বুকের জমিনে বিরাজমান খাঁ-খাঁ শূণ্যতায় তীব্র খরা। হৃদয়ের গহীনে উতলা ভালোবাসার প্রভাবে ঘটে ভূ-কম্পন। ঘুমন্ত আগ্নেয়গিরির ন্যায় দেহমন জ্বালায়-পুড়াঁয় তোমার ভালোবাসায় সৃষ্ট ভিসুভিয়াস। তোমার ভালোবাসা অতঃপর ভালোবাসাহীন যন্ত্রণায় দগ্ধ হৃদয়-মন। দিনা, আজো স্মৃতিতে অমলিন আমাদের ভালোবাসা, ভালোবাসার হাজারো রং।

মনে পড়ে তুমি আর আমি ভালোবাসার দিনে হারিয়ে যেতাম, ভালোবাসায়-ভালোবাসিতে মাতাল হয়ে যেতাম। তোমার উপহার পাবার আকাঙ্খা আজো তীব্র হৃদয়-মনে। আমার দেয়া ফাগুনের শাড়িতে সাজঁতে তুমি। তোমার চুলের খোপায় গুজে দিলাম লাল গোলাপ। তোমার জন্য গোলাপের গুচ্ছ নিয়ে অপেক্ষার ক্ষণ যে কত মধুর আজ তা উপলদ্ধি করি, মিস করি ভীষণ।

ভালোবাসার দিনে তুমি হয়তো অনেক অনেক হ্যাপী, অফুরন্ত ভালোবাসায় সিক্ত। আর আমি ফাগুনের রংহীন জ্বালাময়তা ভালোবাসাহীন। বিবর্ণ আমার ভালোবাসা.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।