আমাদের কথা খুঁজে নিন

   

দিনা, ভালোবাসো আর নাই বা ভাসো....আজ ভালোবাসার দিন



আজ ফাগুনের আগুনরাঙ্গানো ভালোবাসায় মুখরিত দিন। ভালোবাসায়-ভালোবাসিতে ভরপুর ঋতুরাজ। ফাগুনের আগুনে মোহনীয় সুর। ফুল ফুটুক আর নাই বা ফুটুক....আজ বসন্ত, দিনা তুমিহীন। প্রিয় দিনা, আজো ভুলতে পারিনি আমাদের আগুন ঝড়ানো ফাগুনের ভালোবাসা, তোমার বাসন্তী শাড়ির সাজঁ।

তুমি পায়ে মেহেদীর রন্তিম আভায় নূপূরের ঝংকার তুলতে। তুমি বাসন্তী শাড়িতে কপালে দিতে শিমুল রাঙ্গা টিপ। সারাদিন কাটিয়ে দিতাম নদীর ধারে কিংবা কোলাহল ছেড়ে দূরের নির্জন গাঁয়ে। গাঁয়ের মেঠোপথে ধূলা মাড়িয়ে হাতে হাত রেখে হেটেছিলাম অজানা গন্তব্যে। দিনা, তোমাকে ভীষণ মিস করছি।

সন্ধ্যার পর ছাদের উপর আলো ছড়াতো মোমবাতি। ছাদের চারপাশে তুমি একটি একটি করে মোম জ্বালিয়ে দিতে। তুমি আমার দিকে হাত বাড়িয়ে বলতে একটু ধরো। তুমি গাইতে গান আর আমি সূর মিলাতাম। সেই কোকিলা কন্ঠের সুমধুর আওয়াজ বড্ড শুনতে চায় মন।

আজ ভালোবাসাহীন জীবনে ফাগুনের আগুন রাঙ্গা সূর উঠে না। দিনা, ভালোবাসো আর নাই বা ভাসো....আজ ভালোবাসার দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।