আমাদের কথা খুঁজে নিন

   

দিনা, শুভ জন্মদিন............................



......আজ দিনার জন্মদিন। দিনার জন্মদিনে আমি ওর পাশে নাই। আমার স্থানটা আজ অন্যজনের দখলে। দিনা তো আজ রাণী, তার সহচার্য কেবলই রাজকুমারের। রাজকুমারের উড়ন্ত পঙ্খিরাজের বেলায় কেবলই উড়ছে, অফুরন্ত সেই উড়া।

পিছনে ফেলে রাখা আমার বিবর্ণ ভালবাসা আর ওর পুরানো অতীত, স্মৃতির অতল গহীনে হারিয়ে যাওয়া সুখানুভূতি, আমার নষ্ট জীবন। .....আজ দিনা আনন্দে নাচঁবে, গাইবে ভালবাসার যাদুকরী মায়াবী গান, হাতে হাত রাখবে ওর রাজকুমারের আর আমি শুনবো সাগরের উত্তাল জোয়ারের ঢেউ। আচ্ছা, দিনার কি আজ ক্যান্ডেল পার্টি দিবে। প্রতিবছরই ওর জন্মদিনে ক্যান্ডেল পার্টি দেবার আর্জি ছিল আমার কাছে। আমি ওদের বাড়ির পুরো ছাদটাকে ঢেকে দিতাম রঙ্গিন ক্যান্ডেলে আলো আলোকিত করে।

দু'জন দু'জনার হাতে হাত রেখে কাটিয়ে দিতাম রাত্রি। আমি নাচঁতে পারতাম না ও আমাকে শিখাতো....আমরা নাচঁতাম মনের মাধুরি মিশিয়ে। জন্মদিনে ও এতো সুন্দর সাজঁতো যে, ওই রকম সাজঁ কখনো সাজঁতো না....আমি জিঞ্জাসা করলে বলতো, এটা আমার জন্য ওর স্পোশাল সাজঁ। তখন মনে হতো পরীরাজ্য থেমে নেমে এসেছে এক অনিন্দ্য সুন্দর মায়াবী পরী। আমি অপলক তাকিয়ে থাকতাম আর ও হাসিঁতে লুটিয়ে পড়তো।

ওর হাসিঁতে যেন মুক্তো ঝড়তো, আমি ওর হাসিঁ দেখে বিমুগ্ধ হয়ে যেতাম। ওর হাসিঁ শব্দে আমার ঘুম ভাঙ্গতো, আমি ঘুম থেকে উঠে ওর হাসিঁমাখা মুখখানা দেখতাম। কিন্তু আজকাল ওর হাসিঁর আওয়াজ আর আমার কানে আসে না। ওর সব্ই আজ কেবলই আমার দুঃসহ ফেরারী অতীত। প্রতিরাতেই আমার ফেরারী স্মৃতিগুলো আমার সাথে বিদ্রোহ করে।

আমার হৃদয়ের কষ্টগুলোকে জীবন্ত করে তোলে আর আমাকে প্রাণহীন। হৃদয়ের ক্ষতস্থানে রক্তক্ষরণ ঘটায়, আমার যন্ত্রণায় ওদের কত যে সুখ, সুখানুভূতি! আজ আমার একাকিত্বের সঙ্গী দিনার রেখে যাওয়া ভালবাসা, ভালবাসার উপকরন, সুখ স্মৃতি; আমি একা দিনা ভালবাসার ভার সইতে পারছি না, ক্ষয়ে ক্ষয়ে পড়ছে হৃদয় আকাশ। ঝর্ণাধার বয়ে যায় মনে অজান্তে। দিনার ভালবাসার ভার সত্যি বহন কার অসম কষ্টসাধ্য, দুর্বিসহ আমার জীবন, জীবনের গতি-প্রকৃতি প্রতিনিয়ত দিক হারিয়ে যায়, অজানা আশংকায়। .......দিনা আজ অনেক দূরে, বহুদূরে, সাতশত তের নদীর ওপারে।

ওপারে যারা যায় সবাই ভুলে যায় তাদের অতীত, ভুলে যায় তাদের ভালবাসা। হৃদয় দেওয়া-নেওয়ার পালা। এভাবেই হারিয়ে যায় আমার ভালবাস, ভালবাসার সব আয়োজন, হৃদয়ানুভূতি, স্বপ্নবিলাস। .....দিনা, শুভ জন্মদিন......................সুখের পালা তোমার আর আমারটা নাই বা জান-লা।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।