আমাদের কথা খুঁজে নিন

   

সংহতি প্রকাশনের নতুন বই: পুজির অন্তর্গত প্রবনতা; মানুষ সম্পদ প্রকৃতি


বই: পুজির অন্তর্গত প্রবনতা; মানুষ সম্পদ প্রকৃতি লেখক: আনু মুহাম্মদ প্রকাশন: সংহতি প্রকাশন প্রকাশ কাল: ২০১১, অমর একুশে গ্রন্থ মেলা অমর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হলো 'সংহতি প্রকাশনে'র নতুন বই "পুজির অন্তর্গত প্রবনতা; মানুষ সম্পদ প্রকৃতি"। লেখক আনু মুহাম্মদ। সামনের প্রচ্ছদ "পুজির অন্তর্গত প্রবনতা" গ্রন্থটির লক্ষ, পুজির সাথে মানুষ ও প্রকৃতির সর্ম্পক বিচার। সঙ্গত কারণেই এর আলোচ্যসূচির মাঝে যেমন রয়েছে, পুজি কেন অনিবার্য নিয়মে বিকাশের স্তর পেরিয়ে মন্দা ও সংকটে পতিত হয়, তেমনি রয়েছে উন্নয়নের ডামাডোলে স্বয়ং প্রাণের অস্তিত্বের অবিচ্ছেদ্য শর্ত; প্রকৃতির বিভিন্ন উপাদান - নদী, কৃষিজমি আর বনভূমির পরিনতি। পুজির যাত্রাপথে দরিদ্রতম মানুষেরা কি ভাবে ক্ষুদ্রঋণের বৃহৎ বাণিজ্যের শিকার হয়; জ্বালনি, বন্দরসমেত সার্বভৌমত্ব ও জনস্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণের বাস্তব এখতিয়ার কিভাবে সাম্রাজ্যবাদী বিশ্বব্যাবস্থায় গণশত্রুদের হাতেই চলে যায়, জনগনের সম্পদ কিভাবে বিপদের কারণ হয়ে দাড়ায়; সেটিও লেখক তার বিবেচনার বাইরে রাখেননি। "পুজির অন্তর্গত প্রবনতা" গ্রন্থটি অর্থনিতী, সমাজ ও রাজনীতির গতিধারা বিষয়ে অনুসন্ধিৎসু সকলের আগ্রহের খোরাক যোগাবে। পেছনের প্রচ্ছদ আরো নতুন বইয়ের জন্য ঘুরে আসুন বই মেলার (দোয়েল চত্তরের দিকে) ৪৩৮ নং "সংহতি প্রাকাশনে"র স্টলে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.