আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজি বাজার নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ:: কী হবে বাজারের??



পুঁজিবাজারে অস্থিরতা কাটিয়ে উঠতে এই মুহূর্তে বাজার সংস্কার করা জরুরি বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। সকালে রাজধানিতে সিপিডি আয়োজিত এক সংলাপে সরকারের প্রতি এ তাগিদ দিয়েছেন তারা। তাদের মতে : বিনিয়োগকারিদের অতি মুনাফা করার লোভের কারণেই পুঁজিবাজারে এই অবস্থা দেখা দিয়েছে। সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান পরিষ্কার বলে দিয়েছেন : আর্থিক খাতের শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনো উদ্যোগ তারা নেবেন না। সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডির এই সংলাপে অর্থনীতিবিদদের বক্তব্যের মূল বিষয় ছিল দেশের পুঁজিবাজার।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. সালেউদ্দিন আহমদের মতে, গুটিকয় লোক পরিকল্পনা করে বাজারটাকে ওপরে উঠিয়েছে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি মুনাফার লোভে সে ফাঁদে পা দিয়ে এখন লোকসান গুনছে। অন্যদিকে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বাংলাদেশের পুঁজিবাজারকে তুলনা করেছেন জুয়া খেলার আসর ক্যাসিনোর সঙ্গে। অল্প পরিশ্রমে অন্য কোথাও এত বেশি লাভ হয় না দেখেই মানুষ শেয়ার বাজারের প্রতি বেশি ঝুঁকেছে বলে তার মত। অনেক বিনিয়োগকারীই বাজারের এই অবস্থার জন্য বাংলাদেশ ব্যাংককে দোষ দিয়ে আসছিল।

তাদের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংক সিআরআর, এসএলআর বাড়ানোয় পুঁজিবাজারের এই বেহাল দশা। কেন্দ্রীয় ব্যাংক গভর্ণর ড. আতিউর রহমান জানিয়েছেন : কোনো অবস্থাতেই আর্থিক খাতের শৃঙ্খলা নষ্ট করা হবে না। সব কিছুর পরও অর্থনীতিবিদরা বিনিযোগকারীদের ধৈর্য্য ধরে বুঝে-শুনে বিনিযোগের পরামর্শ দিয়েছেন। সে সঙ্গে বিনিয়োগের জন্য আরও নতুন নতুন খাত বের করতে সরকারে প্রতি আহবান জানিয়েছেন তারা। দেখা যাক, বাংলাদেশ ব্যাংকের আশ্বাস আর অর্থনীতিবিদদের পরামর্শ বাজারের কী পরিবর্তন আনে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.