আমাদের কথা খুঁজে নিন

   

মিশরের গণতান্ত্রিক আন্দোলনে সংহতি প্রকাশ করে সাতক্ষীরায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানববন্ধন ও সমাবেশ

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি

মিশরের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ এবং মিশরীয় জনগণের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর উদ্যোগে গতকাল শনিবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, মিশর, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিদ্যমান পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল ১২ ফেব্রয়ারি বিশ্বব্যাপী ‘গ্লোবাল ডে অফ এ্যাকশন’ ঘোষণা করে। এ উপলক্ষে বিশ্বের অন্যান্য স্থানের মত সাতক্ষীরাস্থ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্যদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন শেষে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য হাফিজুর রহমান মাসুমের সঞ্চালনায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্ত্বরে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে মিশরের গণতন্ত্রকামী মানুষের ইতিহাস সৃষ্টিকারী আন্দেলনের প্রতি সংহতি জানিয়ে এবং সেখানকার জনসাধারণের মানবাধিকার নিশ্চিত করার দাবিতে বক্তব্য রাখেন- সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা শিল্প ও বণিক সমিতি’র সাবেক সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ পিপি এড. মুস্তফা লুৎফুল্ল্যাহ প্রমূখ। সমাবেশে বক্তারা হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরেরর জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেখানে একটি জনগণতান্ত্রিক সরকার গঠনের দাবি জানান। পাশাপাশি বক্তারা মিশরীয় কর্তৃপক্ষের কাছে সেখানকার মানুষের মানবাধিকার নিশ্চিত করারও দাবি করেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।