আমাদের কথা খুঁজে নিন

   

শর্ষিনা পীর। জাতীয় সঙ্গীত পরিবর্তন.......।৪র্থ.।

আজ আমার মন ভাল নেই

দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্টানে ক্লাস শুরুর আগে জাতীয় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। শর্ষিনা এবং তাদের অনুসারীদের মাদ্রাসাগুলোতে দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তে গাওয়া হয় তাদের নিজেরদের মনগড়া সঙ্গীত। সঙ্গীতটি পাকিস্তানের জাতীয় সঙ্গীতের আদলে তৈরি। যার শুরু এই ভাবে- বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ'। এই সঙ্গীতটির রচয়িতা রাজাকার মাওলানা মান্নানের পত্রিকা দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক কবি রুহুল আমিন খান।

শর্ষিনা স্বাধীন হয়নি। শর্ষিনা পীর বাড়িতে ১টি করে আলীয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা এবং হাফিজিয়া মাদ্রাসা আছে যাতে এক হাজারের মতো ছাত্র অধ্যয়ন করে। কিন্তু এই ছাত্রদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করা হয় বলে অভিকযোগ আছে। কোন রকম মতপ্রকাশের, চলাফেরা স্বাধীনাতা এবং চিন্তার স্বাধীনাতা এদের নেই। লিল্লাহ বোর্ডিংয়ের নামে, শতাদিক বিঘা জমি আছে, বছরে বিপুল পরিমান ধান আসে লল্লাহ বোর্ডিংয়ের নামে।

কিন্তু তা কুক্ষিগত করে ছাত্রদের খওয়ানো হয় কলাই ডাল, মিষ্টি কুমড়ার ঝোল এবং পানিকচু। তারপরও এ মাদ্রাসয় ছাত্ররা পড়টে আসে-কারণ এটা পীরের মাদ্রাসা, খরচ কম এবং পড়াশোনার মান কিছুটা ভাল। শর্ষিনার পীর সম্পর্কে তার বোন আতিকা বেগমের মূল্যায়ন- সে অত্যন্ত লোভী, স্বার্থাবাদী এবং ঠকবাজ। -ঃ - ঃ - ঃ- চলবে..........................................।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।