আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবনের নীল বাঘ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএস (কৃষি) চূড়ান্ত পর্বের ছাত্রদের একটি দল নিয়ে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম ২০১০ সালের ডিসেম্বর। দুপুর নাগাদ গিয়ে পৌঁছাই সুন্দরবনের করমজলে। প্রথমেই ছাত্রদের কুমির ও হরিণ প্রজননকেন্দ্র ঘুরিয়ে দেখালাম। এরপর দুজন ছাত্রকে নিয়ে হরিণ প্রজননকেন্দ্রের পেছনের জঙ্গলে বাঘের পায়ের ছাপের ছবি তুলতে গেলাম। ফেরার পথে পুকুরপাড়ে পেলাম কুমিরের দেখা।

পুকুরঘাটের পাশে বেশ বড় একটা ঝোপ। বিভিন্ন ধরনের বুনো ফুলে ছেয়ে আছে। আর সেই ঝোপেই দেখা হয়ে গেল নীল বাঘের সঙ্গে! শুনে খানিকটা খটকা লাগছে, তা লাগারই কথা; নীল রঙের আবার বাঘ হয় নাকি? অবশ্যই হয়। তবে তা কোনো স্তন্যপায়ী বাঘ নয়। অমেরুদণ্ডী এক বাঘ।

সুন্দরবনেই ওর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। পরে অবশ্য অন্য অনেক বন-বাগানেই এর দেখা পেয়েছি।  এতক্ষণ যার কথা বললাম, সে এ দেশের অতি সুন্দর এক প্রজাপতি। ‘নীল ডোরা’, আমি বলি ‘নীল বাঘ’ (Blue Tiger)। অধ্যাপক শফিক হায়দার ও মনোয়ার হোসেনের ফিল্ড গাইড অনুযায়ী ‘হিমলকুচি’।

নীল ডোরা ‘ডানাইডি’ পরিবারের সদস্য। বৈজ্ঞানিক নাম Tirumala limniace exuticus।  নীল ডোরা মাঝারি আকারের প্রজাপতি। প্রসারিত অবস্থায় ডানা ৯০ থেকে ১০০ মি.মি.। নীল ডোরা পরিযায়ী স্বভাবের।

বাংলাদেশের সব এলাকায়ই দেখা যায়। তবে গভীর জঙ্গল এবং শুকনো ও বৃষ্টিপাতহীন এলাকা এরা পছন্দ করে না। সারা বছর দেখা গেলেও বর্ষা ও শরতেই বেশি চোখে পড়ে। এরা ধীরগতির প্রজাপতি হলেও প্রয়োজনের সময় বা বিরক্ত হলে অত্যন্ত দ্রুতগতিতেও উড়তে পারে। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।