আমাদের কথা খুঁজে নিন

   

গরুর গাড়িগুলো খটখট আওয়াজ তুলে আকাশে উড়ছে,

--------- শাফিক আফতাব---------------------------- একপাল কুকুর দেখলাম ; তারা মানুষের মতো হাঁটছে ; অবিকর বানর যেমন হাঁটে ; এবং অবিকল মানুষের মতো কথা বলছে, কী আশ্চর্য ! : আমারে কেউ যাদুর টোনা মারলো কি-না ? দিনদুপুরে এমন তো হওয়ার কথা নয়, কুকুর কেনো মানুষের মতো বলবেন ? আর মানুষ কেনো বানরের মতো হাঁটবেন ? আমার যা দিনকাল পড়েছে না ! পথ হাঁটতে গেলো ইদানিং ভুল দেখি, তিলকে মনে হয় তাল, মরামানুষকে মনে হয় তারা একে একে কবর থেকে উঠে এসে এই শহরের শ্লোগান দিচ্ছে, যেমন মনে হচ্ছে শাহবাগের আন্দোলনে তরুণপ্রজন্ম নয় ; মনে হচ্ছে বদ্ধভুমি থেকে উঠে এসেছে মরা মানুষ, মানুষের কঙ্কাল, তারাই দাঁত কেলিয়ে গর্জে উঠছে, শ্লোগান দিচ্ছে, আবার মনে হয় বলাকারা মানুষ হয়ে ভোরের আকাশে উড়ছে। আমার ইদানিং বই পড়তে চশমা লাগে, তা না হলে বান্দরকে মানুষ মনে হয়, আর মানুষকে বান্দর। গরুকে ছাগল মনে হয়, আর ছাগলকে গরু, আবার মনে হয় গরুর গাড়িগুলো খটখট আওয়াজ তুলে আকাশে উড়ছে, বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছে দীর্ঘ ট্রেন কেনো যে এমন হয় বুঝিনা ! যেমন এই নিশিরাতে মনে হচ্ছে এই শহরের কোনো নারীপুরুষের দেহে একচ্ছত্র কাপড় নেই, তারা সবাই নগ্ন হয়ে শুয়ে আছে ; মায়ের পেটে যেমন শিশু নগ্ন থাকে। মানুষ নগ্ন থাক ; পাপবোধহীন নগ্ন, বস্ত্রে ঢাকা মানুষের যদি পাপবোধ থাকে, তবে সে আব্র আমাদের কাম্য নয়। হে আমার দৃষ্টিভ্রম চেতনা, আমাকে আর যাই কিছ ু ভুল দেখাও ; আমার এই প্রিয় স্বদেশের মানুষগুলোকে তুমি কুত্তা বেলাইয়ের মতো দেখাইওনা। কেনোনা আমি এঁদের বড় বেশি ভালোবাসি। ০২.০৩.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।