আমাদের কথা খুঁজে নিন

   

গরুর মূল্য

ভালো হতে চাই

গরুর হাটে এক ভদ্রলোক গেলেন দরদাম করতে। তরতাজা একটি গাভি দেখে এগিয়ে গেলেন। 'দাম কত?' মালিকের উত্তর, 'জনাব, এক দাম পাঁচ হাজার। বয়স খুব বেশি হয় নাই, বছরে একটা করে বাছুর আর দিনে দশ কিলো দুধ একেবারে নিশ্চিত। ' পাশে রাখা আরেকটা গাভির দিকে চেয়ে ক্রেতা বললেন, 'আর এটা?' 'এইটার দাম মশাই দশ হাজার।

এখন পর্যন্ত একটা বাছুরও হয় নাই। কখনো হবেও না। এ পর্যন্ত তার দুধও দোয়ানো হয়নি। ' ক্রেতা আকাশ থেকে পড়লেন। 'এ্যাঁ, বলেন কী! শক্তসমর্থ গরুটার চেয়ে এই অকর্মা গরুর ডাবল দাম?' বিক্রেতার চটজলদি জবাব, 'চরিত্রের একটা দাম আছে না!'।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।