আমাদের কথা খুঁজে নিন

   

রোববার পয়লা ফাল্গুন

তাশফী মাহমুদ

রোববার ১৩-০২-২০১১ পয়লা ফাল্গুন ওই দিন সকালে ৭.৩০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে বসন্ত উৎ সবের। মাঝে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে এই উৎ সব চলবে রাত পর্যন্ত । সবাইকে সেই আনন্দ আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি । এই পরিষদের যুগ্ম সচিব মানজারুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকাল সাড়ে সাতটায় চারুকলার বকুলতলায় শুক্লা সরকারের পরিচালনায় ধ্রুপদ কলা কেন্দ্রের শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে উৎ সবের সূচনা হবে। থাকবে একক ও দলীয় নাচ, গান, বসন্তকথন পর্ব, ঘোষণাপাঠ, প্রীতিবন্ধনী; এবং বসন্তের বিশেষ শুভেচ্ছা কার্ডও বিনিময় হবে।

সকালের পর্ব শেষ হবে বসন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে। বিকেলে অনুষ্ঠান শুরু হবে চারটায়। এই অংশের মূল আকর্ষণ নাচ আর গান। থাকবে আবৃত্তিও। মানিকগঞ্জের একটি সংগঠন পরিবেশন করবে নৃত্যনাট্য মহুয়ার পালা।

চারুকলা অনুষদের বকুলতলা এবং রবীন্দ্রসরোবর মঞ্চে ‘বসন্ত উৎ সব ১৪১৭’ আয়োজনের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।