আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে এগিয়ে মেয়েরা

শনিবার ঘোষিত এ ফলাফলে দেখা গেছে, বোর্ডে গড় পাসের হার ৭১ দশমিক ৯৪ হলেও মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ১৭ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ।
বোর্ডে  জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৪৩৩ জন।
২০১২ সালে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪১।
দুপুর ১ টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান সাংবাদিকদের কাছে ফলাফল হস্তান্তর করেন।


এ সময় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবারে বিজ্ঞান বিভাগে রসায়ন, মানবিক বিভাগে পৌরনীতি, বাণিজ্য বিভাগে ব্যবসায়নীতি প্রয়োগ বিষয়ে সৃজনশীল পদ্ধতির প্রশ্নের কারণে ফলাফল খারাপ হয়েছে।
কেবল রসায়ন বিভাগে ১৫ হাজার পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে, বলেন তিনি।
বোর্ডে  রংপুর ক্যাডেট কলেজ শীর্ষ স্থানে রয়েছে। এ শিক্ষা প্রতিষ্ঠানের  ৪৭ জন পরীক্ষার্থী সকলেই জিপিএ ৫ পেয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

তৃতীয় স্থানে  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ শহীদ মাহবুব সেনানিবাস দিনাজপুর।
একজন পাস করে নাই এমন কলেজের সংখ্যা ৭ টি এবং শতভাগ পাশ কলেজের সংখ্যা ৮।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.