আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-২

দিনাজপুরের সদরের সাত মাইল নামক স্থানে বাস উল্টে একজন এবং ফুলবাড়ীতে গতকাল রাতে একজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে।
 
দিনাজপুরের সদর উপজেলার সাত মাইল নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে সোহরাব আলী (৪৫) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আহত হয়েছে অপর ২৫ জন যাত্রী। এই ঘটনার পর দিনাজপুর-ঠাকুরগাঁও ও রংপুর মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো।
 
অপরদিকে, ফুলবাড়ীতে ট্রাকের চাপা পড়ে ফিরোজ রশিদ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

গতকাল সন্ধ্যায় দিনাজপুর গোবিন্দগঞ্চ মহাসড়কের রাজারামপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ রশিদ নবাবগঞ্চ উপজেলার দলদরিয়ার ডাঙ্গাপাড়া  গ্রামের আব্দুল মালেকের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিরাপদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস গতকাল বুধবার বিকেলে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। বাসটি সদর উপজেলার সাত মাইল নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কাহারোল উপজেলার বুলিয়াবাজার গ্রামের রোস্তম আলীর পুত্র সোহরাব আলী নিহত হয়।

আহত হয় বাসের অপর ২৫জন যাত্রী। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এই ঘটনার পর দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেয়।
 
ফুলবাড়ী পুলিশ জানায়, নবাবগঞ্জের মির্জা ওভেন ব্যাগ ইন্ডষ্ট্রিস কারখানায় ফিরোজ রশিদ কাজ করত।

কাজ শেষে বাড়ি যাওয়ার পথে ট্রাক ঢাকা মেট্রো ট-১৪২০৬৭ নামক ঘাতক ট্রাক পিছন চাপা দিলে সে ঘটনা স্থলেই মারা যায়। ফুলবাড়ি থানার ওসি রবিউল ইসলাম খান জানান ঘাতক ট্রাককে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.