আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ঘন কুয়াশা ও কনকনে শীতে কাতর দিনাজপুরের মানুষ। পৌষের শুরু থেকে সবচেয়ে বেশি কুয়াশা পড়েছে এ অঞ্চলে। আরও ২/১দিন কুয়াশা দেখা যাবে বলে আবহাওয়া অফিস জানায়। শীত অব্যাহত থাকলে বীজতলা নষ্টের সম্ভাবনা রয়েছে।

শীতবস্ত্রে অভাবে বেশ কাহিল হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

শীত নিয়ে শঙ্কায় রয়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। এই শীতে শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

বুধবার দিনাজপুর আবহাওয়া অফিসের মো. রোকনউদ্দিন জানান, আজ সর্বোচ্চ তাপমাত্রা ১৫ এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।

হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরে হঠাৎ করে শীত বেড়ে গেছে।

ঘন কুয়াশায় গত কয়েকদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। এ শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানান, এমন আবহাওয়া চলতে থাকলে বোরো চাষের জন্য সদ্য বপনকৃত বীজতলার ক্ষতির সম্ভাবনা খুব বেশি। ক্ষতি হতে পারে আলু, সরিষাসহ শীতকালীন সবজির আবাদে।

এদিকে, শীত নিয়ে শঙ্কায় রয়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল শ্রেণীর লোকজন।

লেপ তৈরি করার মতো সামর্থ্য তাদের নেই। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে চট বা ছেঁড়া কাপড় দিয়ে পুরনো কাঁথা মেরামত করার চেষ্টা করছেন তারা।

এ ব্যাপারে খেটে খাওয়া দিন মজুর রহিম জানায়, শীতে কাজ নেই। আমাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে পড়েছে।



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.