আমাদের কথা খুঁজে নিন

   

পরোপকারী ভাইসব, প্লিজ ক্ষান্ত দেন...

যান্ত্রিক সময়ের প্রতি কিছুটা বিতৃষ্ণা থাকলেও মাঝে মাঝে মনে হয় যন্ত্রের যন্ত্রণা ছাড়া মানুষ চলতে পারবে না। সে জন্যই হয়তো জীবনের চাকা চালাতে যন্ত্রপাতির পেশাই বেছে নিয়েছি।

আপনাদের আবলামির জন্য প্রথম পাতা থেকে হারিয়ে যাচ্ছে অনেক ভালো পোস্ট। [ কিছু নমুনা সংযুক্ত করা হলো ] __________________________________________ আমি মূলত: ব্লগ-পাঠক। সুখপাঠ্য লেখার যোগ্যতা না থাকায় লেখা হয়ে উঠে না।

পড়তেই বেশি মজা পাই। বলা যায়, একাগ্র পাঠক। কিন্তু সম্প্রতি সামুর প্রথম পাতায় যে হারে বিজ্ঞাপনভিত্তিক, আবলামি পোস্ট প্রকাশিত হচ্ছে তাতে যথেষ্ট বিরক্ত। কেউ পারলে আপনাকে ডলারের বস্তা দিয়ে দিচ্ছে, আবার কেউ নতুন করে চাকা আবিষ্কার করে তার বিজ্ঞাপন দিচ্ছে। সময়ের অভাবে অনেক পাঠক/ব্লগার প্রথম পাতার বাইরে যান খুব কম।

আর এইসব আবাল পোস্টের কারণে বহুবার দেখেছি ভালো ভালো পোস্ট প্রথম পাতা থেকে সরে যাচ্ছে খুব কম সময়ে। কয়েকটা আবাল রয়েছে ৫ মিনিটের মধ্যে একই পোস্ট একাধিকবার প্রসব করে। মডারেটররা নজর দেবেন কি? এইসব পরোপকারী ব্লগ লেখকদের বলছি, আপনারা দেশ ও দশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, সেটা আমরা জানি ... কিন্তু ব্লগ পাঠকদের মাফ করা যায় না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।