আমাদের কথা খুঁজে নিন

   

সৌদি মুফতি কর্তৃক আরব দেশসমূহে গণ বিক্ষোভের বিরোধীতার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এদেশের ওলামারা



সৌদি আরবের ওলামাদের একটি দল এদেশের মুফতি কর্তৃক আরব বিশ্বে গণ বিক্ষোভসমূহের নিন্দা জানানোর বিষয়কে তার ব্যক্তিগত মত বলে আখ্যায়িত করে সরকার বিরোধী এ সকল বিক্ষোভের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: গত শুক্রবারের জুমআর খোতবাতে সৌদি মুফতি ‘শেইখ আব্দুল আযিয আলে শেইখ’ কর্তৃক আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকার বিরোধী গণ বিক্ষোভ, মুসলমানদের মাঝে ফাঁটল সৃষ্টির লক্ষ্যে শত্রুদের চক্রান্তের অংশ বলে আখ্যায়িত করে প্রদত্ত আশ্চার্যজনক বক্তব্যের ব্যাপারে এদেশের শির্ষস্থানীয় আলেমবৃন্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে মিসরের গণ বিক্ষোভের প্রতি সমর্থন জ্ঞাপন করেছেন। সৌদি আরবের বিচার বিষয়ক উচ্চতর পরিষদের সাবেক প্রধান শেইখ সালেহ আল লাহিদান, হোসনি মোবারকের পদত্যাগের দাবী জানিয়ে বলেন: হোসনি মোবারকের পদত্যাগ, কায়রোর আত তাহরির স্কয়ার ও এদেশের অন্যান্য অঞ্চলে বিক্ষোভরত জনগণের একমাত্র দাবী। যদি এ বিষয়টি বাস্তবায়িত হয় (অর্থা মোবারক পদত্যাগ করে) তবে এদেশে কোন প্রকার সহিংসতা ও রক্তপাত অবশিষ্ট থাকবে না। সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শেইখ এওয়াজ কারনী হোসনি মোবারককে অত্যাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী শাসক এবং ইসরাইলের ভাড়াটে ও দোসর হিসেবে আখ্যায়িত করে মিসরের জনগণের অভ্যুত্থানকে ন্যায়সঙ্গত এবং এদেশের সংবিধান পরিপন্থী নয় বলে দাবী করেছেন। শেইখ মুহাম্মাদ আল আলী মিসরের জনগণের মিছিলকে শান্তিপূর্ণ বলে অভিহিত করে এদেশের জনগণের সরকার বিরোধী বিক্ষোভের ব্যাপারে প্রদত্ত সৌদি মুফতি’র মতামতকে ব্যক্তিগত মতামত বলে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, সৌদি মুফতি শেইখ আব্দুল আযিয আলে শেইখ গত সপ্তাহে রিয়াদের জুমআর নামাযে আরব দেশসমূহে সরকার বিরোধী গণ বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়ে বলেন: এ সকল বিক্ষোভ মুসলিম উম্মাহ’র মাঝে ফাঁটল ধরাতে শত্রুদের ষড়যন্ত্রের অংশবিশেষ। কিছু কিছু বিশেষজ্ঞরা মনে করে সৌদি আরব কর্তৃপক্ষ এদেশে গণ বিক্ষোভের বিষয়ে শঙ্কিত। আর এ কারণেই সৌদি মুফতি আরব বিশ্বের শান্তিপূর্ণ গণ বিক্ষোভের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন।# সূত্র : http://abna.ir/data.asp?lang=11&id=225255

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.