আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে বুঝে-শুনে বিনিয়োগের পরামর্শ প্রধানমন্ত্রীর



পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বুঝে-শুনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পুঁজিবাজারের ঘটনায় বোঝা যাচ্ছে, কিছু কিছু চক্র খেলা করছে। শেয়ারের দাম কখনো উঠবে, কখনো কমবে। শেয়ারের দাম উঠবে-কমবে এটাই স্বাভাবিক। তবে তা সহনীয় পর্যায়ে থাকতে হবে।

’ আজ বুধবার সংসদে সরকারি দলের বজলুল হক হারুনের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুঁজিবাজারের অস্বাভাবিক দরপতনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের প্রতি সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন, এ ঘটনার জন্য আমরা দুঃখিত। তবে সব সময় বাড়ার আশা করে কারও পুঁজিবাজারে আসা ঠিক নয়। গতকাল মঙ্গলবার পুঁজিবাজারের দরপতনের পর অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করে ব্যানারসহ বিক্ষোভ করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার পড়বে—তা তারা কীভাবে জানল? তারা ব্যানার নিয়ে নেমে পড়ল। ব্যানার কখন তৈরি হলো।

এটা দেখেই সন্দেহ হয়—কারা এটার পেছনে খেলছে। ’ মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার সময় পুঁজিবাজার স্থিতিশীল ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন শেয়ারের দাম বাড়তে থাকে, তখনই আমরা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিই। ’ একটা মহলের কারসাজিতে অস্থিতিশীল হয়ে পড়ে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘শেয়ারের দাম প্রতিনিয়তই বাড়বে—এটা আশা করা ঠিক নয়। তবে, শেয়ারের দাম পড়ে গেলে ভয় পেয়ে তা বিক্রি করে দেওয়া ঠিক না।

কিছুদিন শেয়ারটা ধরে রাখলে দাম বাড়বেই। ’ নিজে শেয়ারের ব্যবসা করেন না এবং শেয়ার সম্পর্কে নিজের ভালো ধারণা নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এটুকু বুঝি, ঝুঁকি নিয়েই পুঁজিবাজারে যেতে হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.